Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এক পিস আলুর চিপসের দাম ১ লাখ ৬৩ হাজার টাকা! কী এমন বিশেষত্ব আছে?

অদ্ভুত জিনিস বা কোনও অদ্ভুত ব্যাপার ভাইরাল হয়েও জনপ্রিয়তা পেতে বেশি সময় লাগে না নেট দুনিয়ায়। কখন যে কি করে কোন ঘটনা ভাইরাল হয়ে যাবে তা বোঝা যায়না। ঠিক যেমনটা এই আলুর চিপস যা শুধুমাত্র একটি পিস চিপস। যার দাম নাকি লাখ দুয়েক টাকা। শুনে সত্যিই অদ্ভুত লাগছে তো! হ্যাঁ একেবারে সত্যিই এটা। অনলাইন ই কমার্স সাইটে এই চিপস রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই মনে হবে এই চিপসে এমন কি আছে যে এর এতো দাম?

সূত্র থেকে জানা গিয়েছে, ই-বে (eBay) নামের এক অনলাইন কেনাবেচার সাইটে গত ৩ মে ওই আলুর চিপসটিকে বিক্রির জন্য লন্ডনের বাসিন্দা এক ব্যক্তি তুলেছেন। জানা গিয়েছে অনিয়ন ফ্লেভার স্পেশাল চিপস সেটি। বিক্রেতা জানিয়েছেন, এটি একটি একেবার নতুন ধরনের চিপসের পিস। তাঁর কথায়, “এই চিপসটি একদম ব্র্যান্ড নিউ, খোলা হয়নি, অব্যবহৃত, কোনওভাবে ক্ষতিগ্রস্ত নয় চিপসটি।” আর তাই ২ হাজার ইউরো দাম রাখা হয়েছে এই এক পিস আলুর চিপসের । ১ লাখ ৬৩ হাজার টাকার কাছাকাছি ভারতীর মুদ্রায়।

এর পাশাপাশি আরও বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন ওই বিক্রেতা। বলা হয়েছে, অভিনব আকৃতি চিপসটির এতখানি দাম ওঠার অন্যতম কারণ। ভীষণই আলাদা ধরনের একটি ভাঁজ এর মাথার দিকে রয়েছে। যা নাকি দারুণ মাননসই চিপসটির বাকি অংশের আকৃতির সঙ্গে। এর ফলেই নিরীহ ওই আলুর চিপসের প্রায় দুই লক্ষ টাকা দাম।

নেটদুনিয়া যে এক চমকপ্রদ দুনিয়া সে আর নতুন করে বলার কিছু নেই। যেমন, ক’দিন আগেই স্মার্টফোন (Smart Phone) মুখের লালা বা থুতু দিয়ে আনলক (Unlock) করার একটি ভিডিও ভাইরাল হয়। অনেক ভেবেচিন্তে কোম্পানিগুলি গ্রাহক নিরাপত্তায় লক-অনলক প্রযুক্ত তৈরি করে স্মার্টফোনে। থুতু দিয়ে সেই ফোনই আনলক করে ফেলে এক তরুণী। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন কাণ্ডের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছিল।

Related posts

বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হাইতি, এখনও অবধি মৃত ৩০০-র বেশি, দেশ জুড়ে হাহাকার

News Desk

‘দামে কম, মানে ভালো’, রাতারাতি সোশ্যাল-জ্বরে কাকলি ফার্নিচার প্রচারের আলোয়

News Desk

ঘরের জানলা খোলা, ভেতর থেকে কান্নার আওয়াজ! কী হয়েছে দেখতে গিয়ে স্তব্ধ প্রতিবেশীরা

News Desk