Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

একই সঙ্গে আলাদা দু’জনের সন্তান গর্ভে ধারণ করতে পারবেন, দাবি মহিলার! কিভাবে সম্ভব

জরায়ু, সারভিক্স, যোনি সবকিছুই দুটি করে জীবনের শুরু থেকেই অর্থাৎ জন্মলগ্ন থেকেই!  বিজ্ঞানে এই ধরণের ব্যাপারকে ‘ইউটেরাস ডাইডেলফিস’ বলা হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। আমেরিকার অ্যারিজোনার এক মহিলা নিজের এই বিরল অবস্থার শিকার হওয়ার কথা নিজে থেকেই জানালেন।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন টিকটকের মাধ্যমে লিয়ানে নামক ওই মহিলা তাঁর সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই অবস্থাটি বিরল, এর কারণ সম্পর্কে এই অবস্থা সম্পর্কে অনেকেই জানেন না। তাই তিনি চান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করতে। এর মধ্যেই প্রচণ্ডভাবে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তার এই ভিডিও। প্রায় লাখ তিনেক মানুষ সেই ভিডিওটি দেখেছেন। বেশিরভাগ মানুষ কুর্নিশ জানিয়েছেন তার এই উদ্যোগকে আবার অনেক মানুষ বিস্ময় প্রকাশ করেছেন। লিয়ানে এই ভিডিওর মাধ্যমে শুধু নিজের কথাই বলতে চাননি সতর্ক করতে চেয়েছেন আরো মানুষকে , তার পাশাপাশি যে যেমন প্রশ্ন করেছে নেট মাধ্যমে তাকে তার উত্তর তিনি দিয়েছেন।

‘কী ভাবে ঋতুস্রাব হয়?’, লিয়ানে এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, দু’বার ঋতুস্রাব হয় তাঁর দুই যৌনাঙ্গে। তবে সাধারণত প্রায় একই সঙ্গে দুই যৌনাঙ্গে ঋতুস্রাব হয় বলে খুব একটা ঝক্কি পোহাতে হয় না তাঁকে।

কিন্তু এক্ষেত্রে সন্তানধারণের সময় কোনও সমস্যা হবে কি না, সেই প্রশ্নেরও তাঁর জবাব, দু’জন আলাদা পুরুষের দ্বারা একই সঙ্গে অন্তঃসত্ত্বা হতে পারবেন তিনি। তবে খুব একটা আগ্রহী নন বিষয়টি নিয়ে বলেই জানান লিয়ানে।

তাঁকে বহু নেটাগরিক প্রশ্ন করেন, তাঁর যৌনাঙ্গ কেমন দেখতে? লিয়ানে জানিয়েছেন, বাইরে থেকে আর পাঁচটা মানুষের মতোই দেখতে তাঁর শরীর। কিন্তু একটি বিভাজিকার মাধ্যমে যোনির অভ্যন্তরে দুটি আলাদা পথ তৈরি হয়েছে। আলাদা আলাদা জরায়ুতে এই পথ দু’টি যায় বলে দাবি করেছেন তিনি।

Related posts

মায়ের অগোচরে মোবাইল নিয়ে খেলছিল! আচমকাই যে কান্ড ঘটিয়ে বসলো ২ বছরের শিশু

News Desk

ওমিক্রনে শিশুরা আক্রান্ত কীনা বুঝবেন কীভাবে? জানালেন বিশেষজ্ঞরা! নজরে রাখুন এই লক্ষণগুলি

News Desk

দেশে ফের ৪৫ হাজারের কাছাকাছি সংক্রমণ, বাড়ছে অ্যাক্টিভ কেস। আবার দেখা দিচ্ছে আশঙ্কা

News Desk