Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

খুন করে দেহ মাটির তলায় পুঁততে গিয়ে মরে গেল খুনি নিজেই! তদন্তে নেমে অবাক পুলিশ

বাগানে জ্ঞান হারিয়ে নিস্পন্দ অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ। পাশে কিছুটা মাটি খোঁড়া। বাকিটা অবশ্য বাইরে থেকে চোখে পড়ছে না। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পাড়া-প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধকে পরীক্ষা করে দেখে ইতিমধ্যেই মারা গিয়েছেন তিনি। কিন্তু পাশের খোঁড়া গর্তে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ তাদের। পাশে মাটির গর্তে আরো একটি প্রাণহীন দেহ। সেটা অবশ্য এক বয়স্কা মহিলার। ব্যাপারটা কি? আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় এমন একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ক্যারোলিনার ট্রেন্ট রডের একটি বাড়ীর লনের মধ্যে অচৈতন্য এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাণহীন বৃদ্ধের দেহ উদ্ধার করে। জানা যায় তার নাম জোসেফ ম্যাককিনন। বয়স ষাটের কাছে। তার শরীরে কোন চোট-আঘাত ছিলনা। পোস্টমর্টেম করে নিশ্চিত করা হয়েছে যে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এরপরেই জোসেফ এর পাশে মাটির গর্তে যে মহিলার দেহ পাওয়া গেছিল সেই মৃত্যু তদন্তে নামে পুলিশ। সেখান থেকে তারা প্রায় ৬৫ বছর বয়সি এক মহিলার মৃতদেহ। তার নাম প্যাট্রিসিয়া রুথ ডেন্ট। পুলিশি তদন্তে সামনে আসে সম্ভবত তার মৃত্যু স্বাভাবিক নয়। সম্ভবত তাঁকে কেউ প্রাণে মেরেছে। এবং পুলিশের অনুমান সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যাবে ওই বৃদ্ধ ওই মহিলাকে খুন করেছিলেন। বৃদ্ধার দেহ লোপাট করতে প্লাস্টিকে মুড়ে দেহটি গর্তে ফেলে ছিলেন। মাটি চাপা দেবার সময় সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হন। এবং সেখান থেকেই তার মৃত্যু। দেহ লোপাটের কাজ অসমাপ্ত থেকে যায়।

পোস্টমর্টেমের ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এছাড়া ঘটনাস্থল থেকে যে তথ্য প্রমাণ মিলেছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে নিজের বাড়িতে ওই বৃদ্ধাকে ডেকে এনে তাকে হামলা করেন জোসেফ। তারপর তার দেহ লোপাটের জন্য মাটি খোড়েন। এবং দেহ চাপা দিতেও যান। এই সমস্ত কাজ করার সময় অত্যাধিক উত্তেজনার কারণে তার হার্ট অ্যাটাক হয়ে যায়।

Related posts

আগামী কিছু বছরের মধ্যেই পৃথিবী আর থাকবে না বাসযোগ্য! দাবি রাষ্ট্রপুঞ্জের বিজ্ঞানীদের

News Desk

আজ ১৬ই অগাস্ট কুখ্যাত ডাইরেক্ট অ্যাকশন ডে! জানেন কি এইদিন কলকাতার ভয়াবহ দাঙ্গার ইতিহাস?

News Desk

চীন অধিকৃত তিব্বতের প্রতি পরিবারের এক সদস্যকে যোগ দিতেই হবে সেনাবাহিনীতে! ফতোয়া জারি চীনের

News Desk