Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং রাজনীতি

নারদ কাণ্ডে গ্রেফতার ফিরহাদ-শোভন-সুব্রত-মদন

নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হলো কলকাতার পুর মেয়র ফিরহাদ হাকিম কে। সোমবার সকাল বেলা ফিরহাদ হাকিম কে তার নিজের বাড়ি থেকে তুলে নিয়ে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। চেতলা মোড়ে এবং নিজাম পালেসের সামনে এখন মারাত্মক উত্তেজনা তৃনমূল কর্মী সমর্থকদের মধ্যে। একই ভাবে সিবিআই (CBI) এই দিন সকালে মদন মিত্র (Madan Mitra) কেও নিজের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে আসে। একি নাটকীয় ভাবে তুলে আনা হয় শোভন চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং সুব্রত মুখোপাধ্যায়কেও (Subrata Mukherjee) পরে এদের প্রত্যেকেই গ্রেফতার করা হয়।

সোমবার সকালে বিনা নোটিসে ফিরহাদ হাকিমের বাড়িতে চলে আসেন সিবিআই গোয়েন্দারা। শুধু তাই নয় ফিরহাদ হাকিমের বাড়ির বাইরে মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ফিরহাদের সঙ্গে দেখা করে কথা বলেন গোয়েন্দারা। তারপরই তাঁকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। বেরিয়ে যাওয়ার সময় ফিরহাদ জানান, তাঁকে অ্যারেস্ট করা হয়েছে। আজই এদের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে সিবিআই, আর চার্জশিট পেশ করার আগেই রীতিমতো নাটকীয়ভাবে ফিরহাদ-শোভন-সুব্রত-মদন কে গ্রেফতার করা হয়। এই বিষয়ে উল্লেক্ষ্য এই যে চার্জশিটে আরও নাম রয়েছে অপরূপা পোদ্দার ও এসএমএইচ মির্জার।

সিবিআইয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, নারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের কারণে ফিরহাদ হাকিম কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া দরকার। তবে স্পিকারের অনুমতি ছাড়া কী কোনো বিধায়ক কে গ্রেফতার করা যায়? উঠছে প্রশ্ন।

এই বিষয়ে উল্লেখ্য, এই চার জনকে বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই রাজ্যপালের কাছে অনুমতি চেয়েছিল । সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড় নারোদা কাণ্ডে এই চার জনের অর্থাৎ ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দেয়। কিন্তু শুধুমাত্র রাজ্যপালের অনুমতিই যথেষ্ট ছিল না। এই চার জনের মধ্যে যেহেতু তিন জন অর্থাৎ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র বিধায়ক, তাই বিধানসভার স্পিকারের থেকেও অনুমতি নেওয়া হয়। তদন্তের স্বার্থে সেই অনুমতি প্রদান করেছেন স্পিকার।

কিছুক্ষন কথা বার্তার পরই গ্রেফতার করা হয় তাঁদের। সিবিআই বক্তব্য অনুযায়ী, নারদা মামলায় চার্জশিট চূড়ান্ত করার আগেই এনাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার রয়েছে আর তার জন্যই এই অ্যারেস্ট। খবর পেয়েই নিজাম প্যালেসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে এখনও অবধি তিনি নিজাম প্যালেসেই রয়েছেন। কথা বলছেন সিবিআই এর আধিকারিকের সাথে।

Related posts

সকাল থেকে ‘রান্নাঘরে’র সুদীপার প্রোফাইল জুড়ে একের পর এক নগ্ন অশ্লীল ছবি! কী হল হঠাৎ

News Desk

সিগন্যাল প্যানেলের উপর ফণা তুলে কোবরা! ঘরের কোণে স্টেশন মাস্টার.. ভিডিও ভাইরাল

News Desk

ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনেই স্যারের নির্দেশে ছাত্রীর গালে সপাটে চড় ছাত্রের! উত্তেজনা কলেজে

News Desk