Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রকাশ্য রাস্তায় ভাইজানের নাচ, উপচে পড়লো ভিড়! নকল সলমন খানকে গ্রেফতার করল পুলিশ

এবার রাস্তা থেকে গ্রেফতার হলেন সালমান খান! তাঁর অপরাধ যে তিনি মাঝরাস্তায় রিল বানাচ্ছিলেন। অবশ্য এই সালমান খান আদতে আসল নাকি নকল সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। রবিবার এক যুবককে আটক করেছে উত্তর প্রদেশের ঠাকুরগঞ্জ থানার পুলিশ। এমনকি ওই অভিযুক্ত যুবককে থানায় পুলিশ নিয়ে আসার পরও সে সালমান খানের মতই আচরণ করছিল। পুলিশ ওই নকল সালমান খানের বিরুদ্ধে শান্তি ভাঙার অভিযোগ এনেছে। ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত ওই নকল সালমান খানের নাম আজম আনসারি, বলিউডের ভাইজান সালমান খানের মতই হুবহু একরকম দেখতে! এমনকি তাঁর চলাফেরা, কথা বলার ভঙ্গিমা, নাচের স্টাইল দেখলে ধরতে পারবেন না যে এই ব্যক্তি আসল সালমান নাকি নকল! উত্তর প্রদেশের সালমান খান নামেই পরিচিত তিনি! কিন্তু এবার সালমান খানের জেরস্ক নিজেই গ্রেফতার হলেন! রবিবার দিন ওই নকল সালমান খানকে উত্তর প্রদেশের পুলিশ গ্রেফতার করেছে ! প্রকাশ্য রাস্তায় আজম নাচার কারণে আনসারির বিরুদ্ধে রয়েছে শান্তি ভঙ্গ এর অভিযোগ দায়ের করা হয়েছে!

এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন যে লখনউয়ের ক্লকটাওয়ারের সামনে রবিবার এক যুবক অদ্ভুত সব কাজ করছিলেন। রাস্তায় যার জেরে বাড়তে থাকে গাড়ির জটলা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে হয় পুলিশ। আজম আনসারী নামের ওই যুবক চৌপাতিয়ার থাকেন।

আজম পুলিশকে জানিয়েছেন যে , তিনি  ভাইজানের বড় ভক্ত। ওই এলাকায় উপস্থিত জনগন জানিয়েছেন যে আজম পুরো সালমান খানের মতো করেই জামা খুলছিলো। এরপর একই রকম ভাবে রিল বানাচ্ছিল ফেসবুকের জন্য । ওই অভিযুক্তকে ওরকম অবস্থায় দেখে সেখানে উপস্থিত মহিলারা অস্বস্তিতে ভুগছিলেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই নকল সলমন ওরফে আজম আনসারি । প্রায়ই ভাইজানকে নকল করে রিল ভিডিয়ো বানাতে দেখা যায় তাঁকে। আর বেশিরভাগই এরকম রাস্তার মাঝখানে। বেশ অনেক সময় অর্ধনগ্ন হয়েই আবার কখনও পাবলিক প্লেসে সিগারেট খেতে। ইউটিউবে আজম আনসারি-র ফলোয়ারের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার মিলিয়নেরও বেশি। যে কোনও ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভিউ লাখ অতিক্রম করে। 

Related posts

বিয়ের মণ্ডপ থেকে উঠে ‘স্ত্রী’র জন্য জল আনতে গেলেন স্বামী! ফেরার আগেই উধাও হয়ে গেল স্ত্রী

News Desk

নবরাত্রিতে উপোস করেন? শরীর সুস্থ রাখতে কী খাবেন আর কী নয়, জানুন

News Desk

ভারতে কমল দৈনিক মৃত্যু ,আবারও দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, চিন্তায় রাখছে পাঁচ রাজ্যের সংক্রমন

News Desk