Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গন্ধে টেকা দায়! তাও দুদিন ধরে ভাইয়ের পচাগলা দেহ আগলে বসে দাদা-বৌদি

প্রিয়জনের মৃতদেহ আঁকড়ে থাকা, মেনে না নিতে পারা কারো মৃত্যু। কখনো বা কাছের মানুষের মৃত্যুর পর আত্মহত্যা। মানসিক সমস্যা নাকি অবসাদ। বার বার উত্তর খুঁজছে বিশেষজ্ঞরা। আবারও বাঁকুড়া (Bankura) থেকে সামনে এলো এমনই একটি ঘটনা। শুক্রবার রাতে বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় সবার নাকে আসতে থাকে পচা গন্ধ। সেই দুর্গন্ধ কোথা থেকে আসছে খুঁজতে স্থানীয়রা অনুসন্ধান করে। খুঁজতে গিয়ে সামনে আসে শিউড়ে ওঠার মতো তথ্য। দেখা যায় ভাইয়ের মৃতদেহ নিয়ে বাস করছিলেন দাদা-বৌদি। এদিকে পচন ধরেছে দেহে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়দের থেকে জানা গেছে যে , নিজের দাদা বৌদিকে নিয়ে বছর ছাপ্পান্নর সনৎ কর্মকার বাঁকুড়া শহরের দোলতলায় বসবাস করতেন। প্রতিবেশীদের সন্দেহ তখন হয় যখন গতকাল ওই বাড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকে। এরপর ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । প্রাথমিক তদন্তের পর পুলিশের ধরণের , সম্ভবত দিন দুই আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় ওই মৃতের দাদার জানিয়েছেন , হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভাইয়ের গতকাল দুপুরে।

অশোক কর্মকার বাঁকুড়া শহরের আট নম্বর ওয়ার্ডের দোলতলা এলাকায় নিজের বাড়িতেই বসবাস করতেন নিজের স্ত্রী কে নিয়ে। সাথে বছর ৫৬ এর অবিবাহিত ভাই সনৎ বাবুও থাকতেন। রেডিও ও টেপ রেকর্ডার মেরামতির দোকান চালাতেন দু ভাই মিলে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার কোনো মানুষের সঙ্গে ওই পরিবার তেমন যোগাযোগ রাখতেন না। শুক্রবার সন্ধ্যে বেলার থেকেই ওই এলাকা জুড়ে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। যতই রাত বাড়ছিলো ততই গন্ধ ছড়াচ্ছিল। এলাকার মানুষ আর থাকতে না পেরে দুর্গন্ধের উৎস খোঁজার চেষ্টা করতেই অশোক কর্মকার জানিয়েছেন যে তাঁর ভাই সনৎ শুক্রবার দুপুরে মারা গেছে। বাড়িতে রয়েছে সেই মৃতদেহ। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃত্যুর কারণ এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে। 

Related posts

শীঘ্রই কাজ করবে না হাজার হাজার Android ফোন, সিদ্ধান্তে জানিয়ে দিল Google

News Desk

পার্থের নিরাপত্তারক্ষীর পরিবারে ১০ জনেরই একই বছরে প্রাথমিক শিক্ষকের চাকরি! কিভাবে?

News Desk

এ কেমন বাবা! মোবাইলে ঘাঁটাঘাঁটি অপছন্দ! শিক্ষা দিতে মেয়েকে কয়েক মাস ধরে ধর্ষণ করল বাবা

News Desk