ভারতের করোনার কারণে মৃত্যুর সংখ্যার রিপোর্ট পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর সেই রিপোর্টের পরই দেশে করোনার দৈনিক সংক্রমণ উর্দ্ধমুখী। যদিও নিশ্চিন্ত রাখছে এক্টিভ কেস ও মৃত্যুহার এর সংখ্যা। কিন্তু দেশের করোনা সংক্রমণের অবস্থা বেশ চিন্তায় রাখছে বিশেষজ্ঞ দের।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) থেকে পাওয়া রিপোর্ট বলছে, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৪৫ জন। যা খানিকটা বেশি আগের দিনের থেকে। দিল্লিতেই এর মধ্যে ১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজধানীতে প্রায় ৪ শতাংশের কাছাকাছি পজিটিভিটি রেট। আক্রান্তের নিরিখে দিল্লির পরেই হরিয়ানার নাম আসছে।
দেশে অ্যাকটিভ কেস বর্তমানে ১৯ হাজার ৬৮৮ জন। যা সামান্য কম গতকালের থেকে। দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.০৫ শতাংশ।
রিপোর্ট বলছে, করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ২৭ জন। যা বেশ খানিকটা কম আগের দিনের থেকে। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ২ জন। যদিও ভারতে প্রকৃত মৃতের সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি প্রায় ৪৭ লক্ষ। দিল্লির করোনা গ্রাফ কপালে ভাঁজ ধরালেও কিন্তু সুস্থতার হার স্বস্তিজনক দেশে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫১ হাজার ২৪৮ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে ৩ হাজার ৫৪৯ জন গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৮৯ কোটি ৮১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন । গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৬৫ হাজার ৯১৮ জনের করোনা পরীক্ষা হয়েছে ।