Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ফেসবুকে পরিচয়ের পর মা-বাবার সঙ্গে দেখা করানোর প্রস্তাব: ফাঁদে ফেলে ২৫ জন মিলে গণধর্ষণ

ফের গণধর্ষণের ঘটনা রাজধানীতে! ২৫ জন মিলে ধর্ষণ করলো এক তরুণীকে! ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে দিল্লিতে। তবে জানা যায় এই ঘটনা ঘটেছে ৩ মে। ঘটনাটি ঘটার ১ সপ্তাহ পরে ওই ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই মহিলা। ধর্ষিত মহিলা গত ৪ বছর ধরে দিল্লিতে পরিচারিকার কাজ করেন। ফেসবুকের মাধ্যমে এক জনের সাথে পরিচয় হয় তাঁর। ব্যাক্তির নাম সাগর।

ফেসবুকে পরিচয়ের পর মা-বাবার সঙ্গে দেখা করানোর প্রস্তাব: ফাঁদে ফেলে ২৫ জন মিলে গণধর্ষণ

এরপরই সময়ের সাথে দু’জনের মধ্যে ফোন নম্বরও দেওয়া নেওয়া হয়। বাড়তে থাকে বন্ধুত্বও। এরপর নিজের বাড়ির লোকেদের সাথে আলাপ করিয়ে দেওয়ার প্রস্তাব দেয় সাগর। এমনকি বিয়ে করার কথাও দেয় সে। 

সূত্র অনুযায়ী অভিযুক্ত সাগরের বয়স ২৩ বছর। সে ওই তরুণী কে দিল্লীর হোদলে দেখা করার প্রস্তাব দেয়। দেখা করিয়ে সে তার বাবা মায়ের সঙ্গে পরিচয়ের কথা বলে। এরপরই ৩রা মে নির্যাতিতা ওই তরুণী দেখা করে সাগরের সাথে। এরপর ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে সাগর নামের ওই ব্যাক্তি শহরতলির কাছে রামগড় গ্রামের এক জঙ্গলে নিয়ে যায় তরুণী কে। তরুণীর বয়ান অনুযায়ী সেই খানে সাগরের ভাই ও তাঁদের বন্ধু বান্ধব সকলে উপস্থিত ছিলেন। জঙ্গলের ভিতরে এক টিউবওয়েলের কাছে তারা মদের আসর বসিয়েছিল । 

এরপর ওই মহিলা কে সাগর সহ পালা করে বহুজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়,এখানেই নিষ্কৃতি মেলে নি, সাগর তাকে আকাশ নামে আরও একজন ব্যবসায়ীর কাছে নিয়ে যায়। সেখানেও ৫ জন একত্রে মিলে তাঁকে শারীরিক ভাবে নির্যাতন করে বলে অভিযোগ করেছেন মহিলা। এরপর মহিলার শারিরীক ভীষণ ভাবে অবনতি পাওয়ায় তাঁকে বদরপুর সীমান্তের কাছে ফেলে দিয়ে পালিয়ে যান তাঁরা।

এরপর ১২ই মে হাসানপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশের কাছে ওই তরুণী জানিয়েছেন এই অমানবিক অত্যাচারের পর তাঁর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তাই থানায় এসে অভিযোগ দায়ের করতে অনেকটাই দেরি হয়ে যায়। হাসানপুর থানার এসএইচও (SHO) রাজেশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাঁরা শুক্রবার সাগরকে গ্রেফতার করেছে। অন্যরা এখনও পলাতক। তাদের খোঁজ চলছে এলাকায়। 

Related posts

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সিদ্ধার্থ শুক্লা! বিশ্বাস করতেই পারছেন না কেউ

News Desk

অফিসার ও তরুণীর মধ্যে শুরু হয় বন্ধুত্ব.. ধীরে ধীরে শারীরিক ঘনিষ্ঠতা, বিবাদ, অতঃপর…

News Desk

১৭ বছরের নাবালককে বিয়ে করে যৌন অত্যাচার । ধৃত যুবতী

News Desk