Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কিছুতেই বাগে আসছে না দেশের দৈনিক করোনা সংক্রমণ , চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যাও

যতবারই চতুর্থ ঢেউয়ের কথা বলা হয়েছে আইসিএমআর থাকে সে তথ্য একেবারে উড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আইসিএমআর এর এই তথ্য উড়িয়ে দিলেও চতুর্থ ঢেউ কিন্তু আসছে,  ২০২০ থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাস নতুন নতুন রূপ নিয়ে প্রতি বছর আসছে একবার বা দু’বার । গতকালই ২৫% বেড়েছিল দৈনিক সংক্রমণের হার । আবার এদিন সেটা আরো ২% বাড়লো। প্রথম থেকেই দিল্লি নিয়ে চিন্তা থাকলেও এবার হরিয়ানা নিয়েও চিন্তা বাড়লো ।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) থেকে পাওয়া রিপোর্ট বলছে , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৫ জন। যা প্রায় ২.২ শতাংশ বেশি আগের দিনের থেকে। এর মধ্যে ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছেন দিল্লিতেই। পাঁচশোর বেশি আক্রান্ত হরিয়ানাতেও। বর্তমানে দেশে ১৯ হাজার ৭১৯ জন অ্যাকটিভ কেস। গতকালের তুলনায় যা কিছুটা হলেও বেশি । দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.০৫ শতাংশ হয়েছে।

রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ৫৫ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই বেশি । আবার নতুন করে মৃত্যু হার বাড়ছে যা চিন্তা ধরাচ্ছে । এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা দেশে ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জন। দেশে সুস্থতার হার স্বস্তিজনক সে দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৬৯৯ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১০ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে , দেশে ১৮৯ কোটি ৬৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন। সেরাম ইন্সটিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বুধবার জানিয়েছেন, কোভভ্যাক্স এখন ১২ বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া হচ্ছে।

Related posts

রোগী সেজে চিকিৎসকের বাড়িতে পৌঁছলো ডাকাতের দল! কিছুক্ষণের মধ্যেই যা ঘটে গেল..

News Desk

১৬ বছরের নাবালিকাকে ফাঁদে ফেলল এসকর্ট! একদিনে ১৭ জন পুরুষের সাথে শুতে বাধ্য করলো

News Desk

কাল থেকে শুরু নবরাত্রি। ৯ দিনের কোন দিন মা দুর্গার কোন ৯টি রূপের পুজো হয় ও তার গুরুত্ব

News Desk