Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এবার অন্তসত্ত্বা হওয়ার ঝুকি থেকে বাঁচাবে অ্যাপ্লিকেশন, আসুন জেনে নিন কিভাবে

মানব সভ্যতা যত দিন যাচ্ছে উন্নতির শিখরে পৌছাচ্ছে। যা গতকাল অসম্ভব মনে হচ্ছে তা আজ যেন সম্ভব হচ্ছে। আর এর পিছনে সব থেকে বড় অবদান ইন্টারনেটের। একাধারে আমরা এই নেট দুনিয়া বা অ্যাপ্লিকেশন নির্ভর জীবনকে আশীর্বাদও বলি আবার অভিশাপও। কিন্তু আশীর্বাদের পরিমানটাই সব থেকে বেশি।

অত্যাধুনিক সব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আসছে আমাদের দৈনন্দিন জীবন কে আরও ভালো রাখতে। আজ কি অ্যাপ্লিকেশন নেই আমাদের কাছে! বাড়িতে বসে খাবার অর্ডার থেকে প্রয়োজনীয় যা কিছু সব একদম ঘরের দোরগোড়ায়, শুধুমাত্র অ্যাপ এর মাধ্যমে তা সম্ভব হয়েছে।

কোন কোন দিনে সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবেনা, আবার সব সময় যে এই হিসেব সঠিক বলবে এমনটাও নয়। তাই ‘নিশ্চিত এবং নিশ্চিন্ত হতে মহিলারা কন্ট্রাসেপটিভ পিল বেছে নেন। কিন্তু অনেকটাই ঝুকি থেকে যায় সেখানে। এবার এরকমই এক অ্যাপ্লিকেশন রয়েছে যা বলে দিতে পারে কোন দিনটা আপনার জন্য ‘সঠিক ‘। কোন দিনে কোনও ঝুঁকি থাকবে না।

অ্যাপ্লিকেশনসের দুনিয়ায় নতুন অ্যাপ, ‘ন্যাচরাল সাইকেলস’ আসছে। এই ফার্টিলিটি অ্যাপটি আপনাকে আগে থেকেই জানান দিয়ে দেবে যে কোন দিনে যৌন সঙ্গম করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রতিদিন সকালে মহিলাদের শরীরের তাপমাত্রা যাচাই করে এই অ্যাপ বানিয়ে ফেলবে ফার্টিলিটি ডেটা প্ল্যান। এই ডেটা প্ল্যান বলে দেবে । ডেটা প্ল্যান পাওয়ার পর বিশেষ দিনগুলিতে সাবধানতা অবলম্বন করলেই আর থাকবে না অনিচ্ছাকৃত মাতৃত্বের ঝুঁকি। থাকবে না নিয়মিত কন্ট্রাসেপ্টিভ নেওয়ার ঝামেলাও।

Related posts

বার্সেলোনা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে! ক্লাব ছাড়ছেন ফুটবলের রাজা

News Desk

বই পড়লেই মকুব হয় সাজা! বিশ্বে একমাত্র এই দেশের কারাগারেই রয়েছে এমন আশ্চর্য নিয়ম

News Desk

ফেসবুক, নম্বর বিনিময়, ভিডিও কল, ফোন সেক্স… হানি ট্র্যাপের জলে বায়ুসেনার সার্জেন্ট

News Desk