Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতে এখনও মারাত্মক করোনা, দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজার টপকালো

ভারতে মারাত্মক রূপ নিচ্ছে করোনা। দেশে প্রতিদিনকার মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার টপকে গেলো। দৈনিক আক্রান্তের যদিও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের কিছুটা বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ দিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন।

এক মাসের ভেতরে অন্তত ৩০০টি মৃতদেহ পোঁতা হয়েছে উন্নাও গঙ্গার চরের বালিতে, 'করোনা নয়' বলছে স্থানীয়রা

দেশে এখনও অবধি মোট করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো মোট ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আবারও ৪ হাজার টপকে গেলো। ১ দিনে মৃত ৪ হাজার ৭৭ জন। এখনও অবধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪। গতকাল থেকে দেশে বর্তমান অ্যাক্টিভ কেসের সংখ্যা কিছুটা কমে দাঁড়াল ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮।

এরই মধ্যে ভারতে করোনাকে হারিয়ে করে সুস্থতা লাভ করেছেন মোট ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। গত ১ দিনে করোনা কে হারিয়ে সুস্থতা লাভ করেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন।

শনিবারের কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন।

এর আগে, শুক্রবারের প্রকাশিত কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে গত ১ দিনে দেশে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মোট ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। বৃহস্পতিবারের কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন।

প্রসঙ্গত দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে চলছে লকডাউন। ভাইরাসে হ্রাস টানতে আগে থেকেই লকডাউন চলছিল দিল্লী, মুম্বাই ইত্যাদি জায়গায়। কলকাতায়ও জারি হয়েছিল কিছু বিধি নিষেধ। আজ ১৬ই মে থেকে আরো কড়া ভাবে লকডাউন ঘোষিত হলো পশ্চিমবঙ্গে। এতেও লাগাম টানা যাচ্ছে না এই ভাইরাসে। বিশেষজ্ঞদের মত টিকা করণ জোর দিলেই করোনা সংক্রমনে কিছুটা লাগাম লাগানো সম্ভব।

Related posts

মনকে শান্ত, বুদ্ধিকে তীক্ষ্ণ করতে আখরোটের জুড়ি মেলা ভার! কিভাবে, কখন খেতে হয়

News Desk

তাহলে কি মানুষ সত্যিই কিডনি বিক্রি করে আইফোন কিনছেন! সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হৈচৈ

News Desk

কোনো মেয়ের গায়ে রঙ লাগালে করতে হবে বিয়ে বা হয় জরিমানা! পুরুষরা এখানে হোলিকে ভয় পায়

News Desk