Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জলজ্যান্ত কেউটের সাথে নাগিন ড্যান্স বরযাত্রীদের! নাচের সময় যা ঘটলো

শোভাযাত্রা  চলছিল বিয়ে বাড়ির উদ্দেশ্যে, বরযাত্রীরা আনন্দ করতে করতে যাচ্ছিল সেই শোভাযাত্রায় আর সেখানেই দেখা মিলল একটি কেউটে সাপের। ঘটনাটি ঘটেছে উড়িষ্যায়। সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বরযাত্রীদের শোভাযাত্রার মধ্যেই এক সাপুড়ে তার এক হাতে ধরে রয়েছে বিশাল লম্বা এক কেউটে সাপ । সেই সাপ আবার একজনের হাতে কামড়ানোর চেষ্টাও করে ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়া শহরে বিয়েতে নাচের সময়।

ভিডিওতে দেখা যাচ্ছে , নাগিন নাচের অঙ্গভঙ্গি করছেন দুই ব্যক্তি ওই কেউটে সাপটিকে ঘিরে। এক সাপুড়ে একটি বাঁশের কৌটো থেকে ওই সাপ টিকে বের করে আনেন  এবং তারপরে নট শুরু করেন এই সাপটিকে হাতে রেখেই। ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন ওড়িশার বন বিভাগের আধিকারিকরা। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, যার মধ্যে বিয়েতে বরযাত্রী ছিলেন চারজন এবং পঞ্চম জন হল সেই সাপুড়ে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে ওই সাপুড়ের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের (১৯৭২) বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে এবং পরে আদালতেও তাঁকে তোলা হয়।

খুরদা জেলার অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন শুভেন্দু মল্লিক জানান, সাপটি ভয় পেয়ে যায় মিছিলে জোরে গান বাজানোয়। তিনি জানিয়েছেন,কেউটের বিষ দাঁতগুলি ভেঙে দিয়েছিল সাপুড়ে ,যা অবৈধ কাজ। “আমি ওই বর এবং তার বাবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি এমন জঘন্য কাজের অনুমতি দেওয়ার জন্য । এই ঘটনাটি দেশের এই ধরনের মামলাগুলির মধ্যে অন্যতম একটি হতে পারে,” বলেন শুভেন্দু।

Related posts

বিশ্বের সবচেয়ে সুন্দর এই নারীর মুখ, বিজ্ঞানও মেনে নিয়েছে! জানেন কে ইনি?

News Desk

ঘরের কোন দিকে আয়না লাগলে ফিরবে সৌভাগ্য! জেনে নিন বাড়িতে আয়না লাগানোর বাস্তু টিপস

News Desk

দেশে দৈনিক করোনা সংক্রমণ আবারো নিম্নমুখী কিন্তু একদিনেই মৃত্যু ২০০ জনের কাছাকাছি

News Desk