Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মারা যাওয়ার ৭ মাস পর নাকি নিজে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মালদার মহিলা!

মারা যাবার পর নিয়েছেন করোনা টিকার দ্বিতীয় ডোজ? শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমনই অদ্ভুতুড়ে কাণ্ড সত্যি সত্যিই ঘটেছে যেখানে মৃত্যুর সাত মাস অতিবাহিত হওয়ার পর এক মহিলা নাকি দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন! শুধু তাই নয় সরকারি নথিতে এই তথ্য তোলা হয়েছে। মৃতের স্বামী তার স্ত্রীর ভ্যাকসিন নেওয়ার কথা জানতে পারলেন যখন স্ত্রী মারা যাবার বেশ কয়েক মাস পর মোবাইল এলো কোভিড ভ্যাকসিন নেওয়ার মেসেজ। মৃত স্ত্রী টিকা নিয়েছে? এই মেসেজ দেখে হতবাক স্বামী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তদন্ত করে দেখার বিষয়ে আশ্বাস দিয়েছেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নিবাসী অঞ্জু রায়। বয়স বছর পঞ্চাশ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে ২০২১ সালের ২৪ এপ্রিল করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওই মহিলা। এরপর সেই বছরই জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে মারা যান তিনি। পরে তিন মাস ব্যবধানে নিয়মমাফিক মেসেজ আসে তার দ্বিতীয় ডোজ নেওয়ার। কিন্তু যেহেতু মহিলা দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময়ের আগেই মারা গেছেন তাই বিষয়টি নিয়ে আর কোন উদ্যোগ দেখাননি তার বাড়ির লোক।

এর পর বেশ কিছু সময় কেটে যায়। হঠাৎই একদিন মোবাইল ফোনে ওই মহিলার নামে মেসেজ আছে যে তিনি কোভিড ভ্যাকসিন নিয়েছেন। একেবারে স্পষ্টভাবে লেখা মৃত অঞ্জু রায় নাকি গত আটই ফেব্রুয়ারি মালদা জেলা প্রশাসনের টিকা গ্রহণ কেন্দ্রে পৌঁছে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। তাকে টিকার ইঞ্জেকশন দিয়েছেন যে স্বাস্থ্যকর্মী এমনকি তার নামটিও উল্লেখিত আছে সেই মেসেজে। বিষয়টি সুনিশ্চিত করতে ভ্যাকসিন সার্টিফিকেটের রয়েছে মৃত মহিলার আধার কার্ডের নাম্বারও। প্রথমে বিষয়টি দেখে হতবাক হলেও তারপরে নিয়ম মেনে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটটি ডাউনলোড করেন পরিবারের লোকজন। সেই ভ্যাকসিনের সার্টিফিকেটে লেখা আছে টিকাদান সংক্রান্ত তথ্য। পরিবারের প্রশ্ন মারা যাবার সাত মাস পরে কি করে টিকা নিল তাদের বাড়ির মহিলা? হচ্ছেটা কি? তদন্ত দাবি করেছে পরিবারের লোকজন। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

এই রেস্তোরাঁয় গেলেই মিলবে সানি লিওনি-মিয়া খলিফা, জানেন কোন রেস্তোরাঁ! রইল হদিশ

News Desk

ভয়াবহ ভূমিধস হিমাচলে, ধ্বংসস্তুপে নিচে চাপা পড়ল যাত্রীবাহী বাস। পাথরের নিচে নিখোঁজ অন্তত ৪০ জন!

News Desk

রাতারাতি অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা! আচমকা অর্থপ্রাপ্তিতে আতঙ্কিত যুবক

News Desk