Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ঘটা করে বিয়ে! পর দিনই বউয়ের ‘কীর্তি’ জেনে চোখ কপালে শ্বশুর বাড়ির লোকের!

এই ঘটনা যেন হার মানাবে সিনেমার চিত্রনাট্য কে। পাত্রী নাকি সহায় সম্বলহীন। তার পাশে দাঁড়াতে পাত্রের বাড়ির লোক নিজেরাই সব জোগাড় যন্ত্র করে ঘটা করে বিয়ে দেয়। হয় বৌভাতও। কিন্তু বৌভাতের ঠিক পরের দিন নববধূর কান্ড দেখে চোখ কপালে শ্বশুর বাড়ির লোকের। এ কাকে তারা বাড়ির বউ করে এনেছে!! শেষ অব্দি নিজেরই বউয়ের নামে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন স্বামী। তার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট হলো নববধূ। তরুণকে এই দিন পেশ করা হয়েছে আদালতে। কিন্তু এমন কি করেছেন তিনি যার জন্য বৌভাতের পরদিনই থানায় ছুটতে হলো ওই যুবককে। জানুন..

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদা গ্রাম পঞ্চায়েতের দেয়ালদহ গ্রামের যুবক সঞ্জিত পাল বেশ কিছুদিন ধরেই বিয়ের জন্য পাত্রি খুঁজছিলেন। চারদিকে বলে রেখেছিলেন। এরপরে কত ২০শে এপ্রিল নদীয়ার চাকদহ থেকে শান্তি বিশ্বাস নামক এক মহিলা ঘটক নিজের সাথে এক তরুণীকে নিয়ে সেখানে উপস্থিত হন। তরুনীর নাম বলেন রাখি বিশ্বাস। তার পরিবার সম্পর্কে বলতে গিয়ে ঘটক বলেন মেয়েটি অসহায়, তার মা মারা গেছে আর বাবার মাথার অবস্থা ঠিক নেই। তাকে দেখার মতন কেউ নেই এবং কেউ যোগাযোগও করে না। এই কথায় বিশ্বাস করে পাত্র সঞ্জিত পালের বাড়ির লোকেরা নিজেরাই বিয়ের ব্যবস্থা, আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নেয়। সেইদিনই তাদের বিয়ে দিয়ে দেয়। শুধু তাই নয় এরপরে ঘটা করে বৌভাতও দেয়। ২৩ এপ্রিল রবিবার পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয় সেই বৌভাতের অনুষ্ঠানে।

কিন্তু বিয়ের পরদিন থেকেই নববধূর আচরণে কিছু একটা অসঙ্গতি নজরে আসছিল পাত্রের পরিবারের। তারা অবাক হন যখন বৌভাতের ঠিক পরের দিনই নতুন বউ হঠাৎ জানান তাকে চাকদা যেতে হবে ডাক্তার দেখাতে। সেই অব্দি সব ঠিক ছিল কিন্তু সন্দেহটা দৃঢ় হয় যখন ডাক্তার দেখানোর অছিলায় বেরোনোর সময় নববধূর নিজের গয়না নিয়ে যেতে চায়। তখন সঞ্জিত ও তার পরিবারের লোকেরা তাকে জেরা করতে থাকে। একসময় সে নিজের পরিকল্পনা ফাঁস করে দেয়। যা শুনে পায়ের তলার মাটি সরে যায় ওই যুবক ও তার পরিবারের। রাখি বিশ্বাস নামে মহিলা জানান এই প্রথম এইভাবে তিনি আগেও বেশ ক’টি বিয়ে করেছেন। বিয়ে করে গয়নাগাটি বা দামী জিনিষ হাতানোই তার লক্ষ্য। জেরার মুখে বলতে বাধ্য হয় নববধূ। এরপরই বাগদা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্ত রাখি বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে তাকে আটক করেছে। তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে পুলিশ। এমন প্রতারণার ঘটনা শুনে চক্ষু ছানাবড়া পাড়া-প্রতিবেশীদের।

Related posts

আধার কার্ড হারিয়ে ফেলেছেন? ভুলে গেছেন আধার নম্বরও? কিভাবে অনলাইনে পুনরুদ্ধার করবেন

News Desk

হ্রাস পাচ্ছে ইসলামিক মূল্যবোধ , তরুণ প্রজন্মকে বিয়েতে উৎসাহিত করতে সরকারি ডেটিং অ্যাপ ইরানে

News Desk

IPL খেলোয়াড় সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ! FIR দায়ের করলো পুলিশ

News Desk