Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শেষ একদিনে মৃত্যুহার কমলেও বৃদ্ধি পেলো করোনা সংক্রমণ, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক নরেন্দ্রমোদির

তাহলে কি করোনার চতুর্থ ঢেউ এসেই গেল? সেই দিকেই যেন এগোতে থাকছে দেশের দৈনিক করোনা সংক্রমণের হার। গত একদিনে আবারও আক্রান্তের সংখ্যা। ১৬ হাজার পার করলো সক্রিয় করোনার কেস।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২,৯২৭ জন। যা গত একদিনের থেকে অনেকটাই বেশি। যারমধ্যে শুধু দিল্লিতে আক্রান্ত ১২০০ জনের বেশি। পাল্লা দিয়ে বাড়ছে মহারাষ্ট্রের সংক্রমনও। শুধুমাত্র দিল্লির কারণেই দেশের দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় বাড়ছে। আর সেকারণে বর্তমানে ১৬ হাজার ২৭৯ হল অ্যাকটিভ কেস। অ্য়াকটিভ কেসের হার গোটা দেশে আপাতত ০.০৪ শতাংশ।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে , করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৩২ জন। গতকালের বুলেটিনে যে সংখ্যাটা ছাড়িয়েছিল ১৫০০ এর বেশি। দেশে কোভিডে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬৫৪। তারই মধ্যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। দুপুর বেলার ওই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা।

যদিও এই সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতার হার কিছুটা নিশ্চিন্ত করছে। পরিসংখ্যান বলছে , দেশে এই পর্যন্ত ৪ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৫৬৩ জন মুক্ত হয়েছেন করোনা থেকে। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২২৫২ জন। ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য বলছে , দেশে ১৮৮ কোটি ১৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন যার মধ্যে সাড়ে ২১ লক্ষের বেশি। পাশাপাশি টেস্টিং ও বিধিনিষেধ উঠে গেলেও মাস্ক পড়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related posts

সল্টলেকে রাস্তার পাশের স্তুপাকৃত তারের জঞ্জালে বাইকের চাকা জড়িয়ে মর্মান্তিক মৃত্যু আরোহীর

News Desk

মেদ কমাতে প্লাস্টিক সার্জারি! মাত্র ২১ বছর বয়সেই মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন অভিনেত্রী

News Desk

নিজের স্ত্রীকে ১৫ বছরের কিশোরের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেললেন স্বামী, তারপর..

News Desk