Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রাস্তায় রাস্তায় রাজার মত সেজে কন্ডোম বিলিয়ে বেড়ান কন্ডোম কিং! কারণ কি, জানুন!

জনসংখ্যা নিয়ন্ত্রণ এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অনেক দেশে। এই ব্যক্তি সরকারকে এরকম একটা চ্যালেঞ্জ সামলাতেই সাহায্য করেন। আর এমন কাজ করতে করতেই কিভাবে যেন তাঁর অজান্তেই কন্ডোম কিং নাম হয়ে গিয়েছে তাঁর।

জন্ম নিয়ন্ত্রণ করতে একমাত্র হাতিয়ার কন্ডোম কেই মনে করা হয়। শুধু জন্ম নিয়ন্ত্রণ নয় এর পাশাপাশি বিভিন্ন যৌন রোগ হওয়া থেকেও রক্ষা পাওয়া যায় এই কন্ডোমের কারণে।

কেনিয়ার বাসিন্দা স্ট্যানলি নাগারা। তবে এখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে এখন গোটা আফ্রিকাতেই। লোকে কন্ডোম কিং নামে তাঁকে ডাকে। তিনিও খুশি এই নামে। কন্ডোম বিলি করেন তিনি রাজার মতো সাজ সেজে। আর মানুষকে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে কন্ডোমের বিকল্প নেই এমনটা বোঝান। এই ব্যক্তি নাইরোবি শহরের অলি-গলিতে কন্ডোম বিলি করতে থাকেন। শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, কন্ডোমের জুড়ি মেলা ভার HIV প্রতিরোধেও। মানুষকে বিগত বেশ কয়েক বছর ধরে সেটাই বুঝিয়ে আসছেন তিনি।

বেশ কিছু বছর আগে এইচআইভি-তে আক্রান্ত হয়ে স্ট্যানলির এক খুব কাছের বন্ধু মারা গিয়েছিলেন। তার পর থেকে নিজেই কন্ডোম ব্যবহারের সচেতনতা সম্পর্কে মানুষকে বুঝিয়ে যাচ্ছেন। মানুষকে বোঝান, কোনও লজ্জা নেই যৌনতা নিয়ে কথা বলার মধ্যে। কন্ডোম ব্যবহারের সুফল সম্পর্কে তিনি বোঝান। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেন আবার অনেকে তাঁর মূল্য বুঝতেও পারে। তবে মানুষকে বোঝানোর কাজ করছেন তিনি বছরের পর বছর ধরে সব কিছুর উর্ধ্বে উঠে।

শুক্রাণু (Sperm) মহিলাদের যৌনাঙ্গে পৌঁছয় না কন্ডোম ব্যবহারের মাধ্যমে। ফলে ৯৯ শতাংশ ক্ষেত্রে সন্তানধারণের আশঙ্কাই থাকে না। অপরদিকে যেহুতু একে অপরেরর সঙ্গে সরাসরি সম্পর্কে নারী ও পুরুষের যৌনাঙ্গ আসছে না, ফলত যৌনরোগের আশঙ্কাও থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই একদমই নিরাপদ কন্ডোম ব্যবহার।

Related posts

প্রচুর উপার্জন! বয়ফ্রেন্ডের মা সোশ্যাল মিডিয়ায় ফলো করতেই ফাঁস হলো তরুণীর আসল পেশা

News Desk

নীল ছবির নেশা! পর্ন দেখতে কোম্পানির এক কোটি টাকা উড়িয়ে দিল ব্যাক্তি! তারপর…

News Desk

রাজ্যে লকডাউনের বিধিনিষেধ বাড়ল ১ জুলাই পর্যন্ত, কিসে কিসে মিলল ছাড়?

News Desk