Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

উপহার দেওয়া স্মার্টফোন ফেরত দিতে অস্বীকার প্রেমিকার! ক্ষিপ্ত হয়ে যা করলেন প্রেমিক

প্রেমের সম্পর্কে মন দেওয়া নেওয়ার পাশপাশি গিফট দেওয়া নেওয়াও বেশ প্রচলিত প্রেমিক প্রেমিকার মধ্যে। উৎসব, অনুষ্ঠান থেকে প্রেমের দিবস, জন্মদিন যাই হোক না কেন নিজের মনের মানুষ কে উপহার দিতে চায় সকল প্রেমিক প্রেমিকা। এমনকি কিছু কিছু প্রেমী তাদের সঙ্গীকে অনেক দামি দামি উপহার দিয়ে থাকে। কিন্তু যদি কোনওভাবে সেই সম্পর্কে ফাটল দেখা দেয় তখন এই গিফ্টগুলি একটি বিড়ম্বনার কারণ হয়ে ওঠে।

ঝাড়খণ্ডের পাকুড় থেকে এই গিফট দেওয়া নেওয়া ঘিরে এক তুমুল কান্ড ঘটে গেছে। প্রেমিকাকে ফোন উপহার দিয়েছিল যুবক। কিন্তু প্রেমিকার সম্বন্ধ অন্যত্র দেখা শুরু হলে নিজের দেওয়া মোবাইল ফেরত চায় প্রেমিক। আর ফোন ফেরত না দেওয়ায় প্রেমিকাকে খুন করেছে সেই যুবক। পুলিশ জানায়, প্রেমিক প্রেমিকাকে একটি স্মার্টফোন উপহার দিয়েছিল। ফেরত চাওয়ার পর বান্ধবী তা ফেরত দিতে রাজি হননি। এতেই ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে খুন করেছে প্রেমিক।

তথ্য অনুযায়ী, যুবকের সঙ্গে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন তরুণী। সেখান থেকে সে আর বাড়ি ফেরেনি। কিন্তু সোমবার সকালে বাড়ির পাশে নির্জন স্থানে মেয়েটি প্রাণহীন নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সূত্রে জানা গেছে, দুই বছর ধরে দুজনের সম্পর্ক ছিল। প্রেমিকা প্রায়ই যুবকের বাড়িতে যেতেন। এরই মধ্যে প্রেমিকার বাবা-মা অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ দেখা শুরু করে। এরপরই প্রেমিকাকে উপহার দেওয়া স্মার্টফোন ফেরত দিতে বলেন প্রেমিক। কিন্তু বান্ধবী ফোন দিতে রাজি হননি।

পুলিশ অফিসার নবনীত অ্যান্টনি হেমব্রম জানান, প্রেমিক ওই যুবক ধরা পড়ার পর তার অপরাধ স্বীকার করেছে। ফুটবল ম্যাচ দেখে যখন ফিরে আসছিলেন তারা তখনই পেছন থেকে ধারালো বস্তু দিয়ে বান্ধবীর ওপর হামলা চালায় যুবক। তারপর সেখান থেকে স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় প্রেমিক। পুলিশ অভিযুক্তকে কাঁকরবোনা থেকে গ্রেফতার করেছে।

Related posts

ভারতে কমল দৈনিক মৃত্যু ,আবারও দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, চিন্তায় রাখছে পাঁচ রাজ্যের সংক্রমন

News Desk

চলে গিয়েছেন ৯ জনই, ১১তম স্ত্রীকে তাই দড়ি দিয়ে বেঁধে সাথে নিয়ে ঘোরেন ৭৫ বছরের বৃদ্ধ

News Desk

আবারও রাজ্য করোনা গ্রাফ নিম্নমুখীর সাক্ষী, এর মধ্যেই করোনাবিধিতে ছাড় দিলো রাজ্য

News Desk