Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সুইমিং পুলে বাচ্চাদের সাথে জলকেলি করছে বিশালাকার পাইথন! হাড়হিম করা ভিডিও ভাইরাল

বাস্তুমন্ডলে প্রাণীর বিভাজন সম্পর্কে জানা সবারই, কিন্তু যদি প্রশ্ন হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী কি? তবে তালিকায় অনেক প্রাণীর নামই থাকতে পারে। কিন্তু হঠাৎ করেই কোনও মানুষের সামনে সাপ চলে এলে যতটা আতঙ্কিত হয় মানুষ, তা হয়তো অন্য কোনও প্রাণীর ক্ষেত্রে হয়না। আর তাই পৃথিবীর ভয়ানক প্রাণীর মধ্যে সাপ কিন্তু অন্যতম হিসেবেই গণ্য হয়। সাপের ভয়ে কাতর বেশিরভাগ মানুষ। সঠিক ভাবে খোঁজ করলে জানা যাবে পৃথিবীতে প্রায় সর্বমোট ২০০০ প্রজাতির সাপ রয়েছে। যার মধ্যে পাইথন, কিং কোবরা এরা খুবই ক্ষতরনাক। যদি কোনও বৃহদাকার অজগর জড়িয়ে কাউকে ধরে, সেই ব্যক্তির বুকের হাড়-পাঁজর পর্যন্ত ভেঙে দিতে পারে সে। এক সুইমিং পুলে এবার দেখা মিলল পাইথন সাপের। আর তার সাথে সেখানে ছিল ছোট বাচ্চারা। আর ওই বাচ্চাদের সঙ্গেই এই বিশালাকার সাপটি সুইমিংপুলে সাঁতার কাটলো অনায়াসেই। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে।

ভিডিয়োটিতে এমনটা দেখা গিয়েছে, যে বাচ্চারা একটি সুইমিং পুলে সাঁতার কাটছে। এমনই সময়ে একটি বিশালাকার পাইথন সাপকে সেই পুলে ছেড়ে দেওয়া হয়। সেও নিজের মতো সাঁতার কাটতে থাকে। যদিও সেই সাপকে দেখে বাচ্চারা আতঙ্কিত হয়নি বরং এটা মনে হচ্ছিলো যেন ওই সাপের সঙ্গে খেলছিল বাচ্চারা।

ভিডিয়োটির সবথেকে অবাক করা দিক এখানেই, যে কারণে নেটিজেনরা সবথেকে বেশি অবাক হয়েছেন। সাপটি ভেসে রয়েছে সুইমিং পুলে। আর তার সঙ্গে তালে তাল মিলিয়ে সাঁতার কাটছে এবং খেলাধূলা করছে ওই বাচ্চাগুলো।

এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে rhmsuwaidi নামক একটি পেজ থেকে। ইন্টারনেটে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে মাত্র ১৩ সেকেন্ডের এই ভিডিয়োটি। এখনও পর্যন্ত ২ লাখেরও বেশি ছাপিয়ে গিয়েছে এই ভিডিয়োর ভিউ। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন শিশুদের বাবা-মাও। তবে বাচ্চাদের সঙ্গে ক্ষতিকারক কিছু করেনি বিশালাকার এই অজগরটি। কারণ একপ্রকার খেলার ছলে ছিল তাদের প্রত্যেকেই। মোটেও তারা ভয় পায়নি।

Related posts

স্বাস্থ্যকর্মী বাদে অন্য পেশার সাথে যুক্ত কেউ উঠতে পারবেন না স্টাফ স্পেশ্যাল ট্রেনে, জানাল রেল

News Desk

প্রি-ওয়েডিং শুট সেরে বিয়ের ঠিক আগে বেপাত্তা বর! রেগে যা ঘটালেন মেয়ের বাবা

News Desk

আজ গণেশ চতুর্থী! এই রাতে ভুলেও তাকাবেন না চাঁদের দিকে, জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল

News Desk