Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

একসাথে ডেট করছিলেন ৬ জনকে! সারপ্রাইজ দিতে একসাথে হাজির সকলে! ভিডিও ভাইরাল

আজকালকার দিনে ছোটো থেকে বড় যে ঘটনায় ঘটুক না কেন ভাইরাল (Viral) হতে সময় নেয় না। বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) যুগ। সোশ্যাল মিডিয়ায় মানুষের জীবনের ব্যক্তিগত নানা বিষয়ও শেয়ার হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের (Social Media Users) দৌলতে রাতারাতি ছড়িয়ে পড়ে সেই সব বিষয়বস্তু। এছাড়া আজকালকার মানুষের প্রবণতাও হচ্ছে যাই ঘটুক না কেন সেটি নিজেদের স্মার্ট ফোনের (Smart Phone) ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। এমন ভাবেই সম্প্রতি এক প্রতারক গার্লফ্রেন্ডের কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এই মেয়েটি নাকি একসাথে একজন নয়, দুই জন নয় ছয় জন ছেলেকে (One Girl Used To Date Six Boys Together) ডেট করতো। এবং সেই ঘটনাই আপাতত লোকের মুখে মুখে ঘুরছে।

বলা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের। ভাইরাল হওয়া যে ভিডিওটি নানা সোশ্যাল মিডিয়া সাইটে ঘুরছে তাতে দেখা যাচ্ছে যে একটি মেয়ে একটি ছেলের সাথে কোনো এক রেস্টুরেন্টে বসে আছে। ছেলেটি মেয়েটির চোখ হাত দিয়ে চেপে আছে কোনো সারপ্রাইজ (Surprise) দেবে বলে। সেই সময় হঠাৎই রেস্টুরেন্টের ভেতরে কাঁচের দরজা ঠেলে একে একে ঢুকে আসে আরো পাঁচ জন ছেলে। এরপরই চোখ থেকে হাত সরিয়ে নেয় তার বয়ফ্রেন্ড। সামনে উপস্থিত বাকি ছেলেদের দেখে বাক্যহারা হয়ে যায় মেয়েটি। বোঝাই যাচ্ছে চূড়ান্ত অপ্রস্তুত কোনো অবস্থার মধ্যে পড়েছে মেয়েটি। টুইটারে @Confused_Inshan নামক হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ভিডিওর ক্যাপশনে লেখা আছে “এই বাংলাদেশী মেয়েটি একসাথে ৬টি ছেলের সাথে ডেট করেছে। সব ছেলেরা একসাথে এসে তাকে সারপ্রাইজ দিয়েছে (ঘটনার সত্যতা যাচাই করেনি দৈনিক সংবাদ)।

ভিডিওটি ঘিরে অনেক নেটিজন নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন কিভাবে কারো কাছে এত সময় থাকে এতজন কে একসাথে ডেট করার। আরেক জন লিখেছেন কত ধরনের মানুষ থাকে দুনিয়ায়।

Related posts

সম্বন্ধ করে বিয়েতে আপত্তি! বাড়ির পছন্দ করা ছেলেকে তাই উচিৎ শিক্ষা দিতে যা করলেন তরুণী

News Desk

২৪টি পরিবারের ১ কোটি টাকা আইপিএলে জুয়ায় উড়িয়ে দিলেন পোস্ট মাস্টার! অতঃপর..

News Desk

ভোপাল গ্যাস দুর্ঘটনার ৩৭ বছর: সেই রাতে কীভাবে কয়েক ঘণ্টায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল

News Desk