Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘এমন পোশাক পরলে তো ধর্ষণে হবেই’! পোশাক পড়া নিয়ে মহিলাকে কটূক্তি ঘিরে ধুন্ধুমার

পোশাক যদি এরকম পরে তবে তো ধর্ষণ অবধারিত হবেই। দিনের পর দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে এই সব পোশাক পড়ার জন্যই। এক মহিলাকে নরেন্দ্রপুর থানার মুকুন্দপুরের একটি হাউসিংয়ের বাসিন্দাদের বিরুদ্ধে এই কথা বলে কটূক্তি করার অভিযোগ উঠলো। শুধুমাত্র পোশাক নিয়ে মন্তব্যেই থেমে থাকেনি, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় ওই মহিলাকে এবং প্রচন্ড হেনস্থা কড়া হয়েছে বলেও অভিযোগ। স্বাভাবিক ভাবেই ওই হাউসিংয়ের বাসিন্দারা অস্বীকার করেছেন এই অভিযোগ। উল্টে হাউসিংয়েরই দুই মহিলাকে মারধরের অভিযোগ তুলেছেন তাঁরা ওই মহিলা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে।

এক বিড়াল নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এদিন সন্ধ্যায়। এক দম্পতি মুকুন্দপুরের ওই হাউসিংয়ে মঙ্গলবার এসেছেন। পড়শির ঘরে তাঁদেরই পোষ্য বিড়াল চলে গিয়েছিল। অভিযোগ, ওই পড়শি বিড়ালটিকে মারধর করেন। কিন্তু ওই পড়শি সেই অভিযোগ অস্বীকার করেন। তাঁরা পাল্টা দাবি করেন, তাঁদের ঘরে বিড়ালটি ঢুকে পড়েছিল ঠিকই। ব্যালকনিতেও ছিল অনেক ক্ষণ। কিন্তু প্রস্রাব করে ফেলে সেখানে। সেই কথাটাই তাঁরা জানাতে গিয়েছিলেন। কিন্তু ওই দম্পতি বিড়ালটিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলেন। যা পুরোপুরি মিথ্যা। বিষয়টি নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয় দুই পক্ষের মধ্যেই। তা থেমেও গিয়েছিল তখনকার মতো।

দম্পতি আরও জানান , যে হাউসিংয়ের আরও লোকজন জুটিয়ে কিছু ক্ষণ পরে বিষয়টি নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। তাঁদের দু’জনকে সেখানে ডাকা হয়। অভিযোগ, এর পরই ঘিরে ধরে শাসানো হয় দম্পতিকে। তাঁদের ধাক্কা মারা হয় প্রতিবাদ করতে গেলে। এমনকি মহিলার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় গোটা ঘটনার ভিডিয়ো করতে গেলে। আবার পাথর তুলে মারার চেষ্টাও করা হয় বলেও অভিযোগ।

অশান্তি যখন তুঙ্গে, ওই পড়শিদের মধ্যে থেকে হঠাৎই কটূক্তি উড়ে আসে মহিলার পোশাক নিয়ে। তিনি টি শার্ট এবং শর্টস পরে এসেছিলেন তাঁর সেই পোশাক দেখেই অনেকে মন্তব্য করেন, এমন পোশাক পরলে ধর্ষণের ঘটনা বাড়বে না তো কি কমবে! এই সব মেয়েদের জন্যই ধর্ষণের ঘটনা ঘটছে। এমনটাই মহিলার অভিযোগ। মহিলার আরও অভিযোগ, তাঁদের রেয়াত করেননি হাউসিংয়ের মহিলারাও। মহিলা প্রশ্ন তুলেছেন, কারও অধিকার নেই কে কী পোশাক পরবে তা নিয়ে কটূক্তি করার। পোশাক নিয়ে যে ভাবে মন্তব্য করা হল, কোনও ভাবেই তা মেনে নেওয়া যায় না। মহিলার অভিযোগ, তাঁর হাতে কালশিটে পড়ে গিয়েছে ধাক্কাধাক্কিতে। তাঁরা গিয়ে রাতেই চিকিৎসা করান। নরেন্দ্রপুর থানায় গিয়ে তার পর গোটা বিষয়টি জানিয়ে এফআইআর দায়ের করেন।

Related posts

গর্ভবতী হতে চেয়ে আদালতের দ্বারস্থ জেলবন্দীর স্ত্রী! অভিনব রায় দিল যোধপুর হাই কোর্ট

News Desk

ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগ্ন দিদির ভিডিও রেকর্ডিং! ঘটনার ভয়াবহতায় অবাক পুলিশকর্মীরাও

News Desk

বিয়ের পণ হিসাবে আজব দাবী করে বসলেন বর! শুনে চক্ষু চড়কগাছ পাত্রীর বাড়ির লোকের!

News Desk