ভারত তথা পৃথিবীর অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া স্টেশন। সারা ভারতের কত না দূরপাল্লার ট্রেন এমনকি লোকাল ট্রেনও চলাচল করে এই হাওড়া স্টেশন থেকে। সেই হাওড়া স্টেশনের কোলাহল ব্যস্ততা ইত্যাদির মাঝে সকলের চোখের সামনে থেকেই একরকম সর্বস্ব খোয়ালেন এই বয়স্ক দম্পতি। বিশ্বাস করে ঠকে যেতে হলো তাদের। খবরটি প্রকাশিত হয়েছে abp live news -এ। জানুন পুরো ঘটনাটা কি!
ঘটনাটা মঙ্গলবার রাতের। তখন সময় আন্দাজ রাত ৯টা। চারিদিকে লোকজন, ব্যস্ত স্টেশন। সেই সময় হলদিয়া লোকাল ট্রেন থেকে হাওড়ায় নামেন ওই বৃদ্ধ দম্পতি। বয়স হয়েছে, সাথে রয়েছে ভারি মালপত্র। কুলি ডাকার আগেই তিন চারজন যুবক তাদের কাছে আসে। তারা ওই বয়স্ক দম্পতি কে বলেন এক্কেবারে চিন্তা করতে না। তারা তাদের বাড়ি মালপত্র প্ল্যাটফর্মের বাইরে অবধি তাদের সাথে পৌঁছে দেবেন। বৃদ্ধ দম্পতি বিশ্বাস করেন ওই তিন চারজন যুবককে। এরপরে ব্যাগ তুলে তারা এগোতে থাকে। বয়স্ক স্বামী-স্ত্রী অল্প সময় যেতে না যেতেই খেয়াল করেন ওই যুবকেরা দ্রুত হাঁটছেন তাদের পেছনে ফেলে। তারা তাদের সাথে পায়ের তাল মেলাতে পারে না। এইভাবে বয়স্ক দম্পতির চোখে ধুলো দিয়ে ব্যাগ নিয়ে দ্রুত গতিতে হাওয়া হয়ে যান ওই যুবকের দল। সিসিটিভিতে চারদিক ঘেরা, সুরক্ষা নিরাপত্তা সবকিছুর বেড়াজাল টপকে সর্বস্ব হারালেন বেলঘরিয়ার বাসিন্দা ওই দম্পতি।
কী কী খোয়া গিয়েছে তাদের :
ওই স্বামী স্ত্রী নিজেদের অভিযোগে জানিয়েছেন খোয়া যাওয়া ব্যাগে ছিল নগদ ক্যাশ টাকা ও সোনার গয়না। যার পুরোটাই প্রতারকদের হাতে পড়ে খোয়া গেছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতেই হাওড়া জিআরপি-তে অভিযোগ জানান তারা। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতারকদের খুঁজে বার করার চেষ্টা চলছে।
সাহায্যের নামে এই ভাবে প্রতারিত হয়ে কার্যত এখনো বিষয়টি বিশ্বাসই করতে পারছেন না ওই বৃদ্ধ দম্পতি। ভরসন্ধ্যায় জনবহুল স্টেশনে তাদের যে এইভাবে ঠকে যেতে হবে সেটা তারা স্বপ্নেও ভাবেননি। এই ঘটনার পর আবারও একবার প্রশ্ন উঠে গেল হাওড়া রেল স্টেশন এর নিরাপত্তা ঘিরে। নজরদারির অভাব নাকি অন্য কোনো কারণ, প্রশ্ন সকলের।