মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। কথাতেই আছে কি কুমাতা কখনো হয়না। আর সেই মায়ের আচরণ যদি হয় সম্পূর্ণ উল্টোটা তাহলে বোধহয় পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। কিন্তু সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে খুব সামান্য কারণে নিজের দুধের শিশুর উপর ধৈর্য হারিয়ে ফেলল এক মা। ধৈর্য হারিয়ে সে যা করলো শিশুটির সাথে সেই আচরণকে নৃশংস বললেও কম বলা হয়। জানুন ঘটনাটা কি।
ভারতের রাজ্য জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে এক পাষাণ হৃদয় মায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral Video) হচ্ছে, যেখানে তিনি তার মাত্র ৯ মাস বয়সী সন্তানকে নির্মমভাবে মারধর করছেন (Mother Beating 9 Month Old Child)। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, নেটিজেনরা পুলিশের কাছে এই মহিলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছে।
ঘটনাটি সাম্বা জেলার বিআরআই কামিলা এলাকার। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শিশুটিকে কোলে তুলে নিচ্ছেন ওই নারী। এরপরেই শিশুটিকে মারধর করছে সে। এতে বাচ্চাটি কান্নাকাটি শুরু করার সাথে সাথে সে শিশুটিকে ধমক দেয় এবং প্রথমে তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর গলা চেপে ধরে। ওই মহিলা শিশুটিকে থাপ্পড় পর্যন্ত মারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সূত্র অনুযায়ী বলা হচ্ছে মহিলার এই নৃশংস কর্মকাণ্ডের ভিডিওটি তারই কোনো এক আত্মীয় যে সেখানে উপস্থিত ছিল সে তৈরি করেছেন।
মহিলার স্বামী ঘটনাটি জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই নারীকে বর্তমানে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসএসপি এসএসপি অভিষেক মহাজন জানিয়েছেন, শিশুটিকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। তবে জানা গেছে এই ভিডিওটি এক মাসের পুরনো। কিন্তু সম্প্রতি কোনো ভাবে এই ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যাচ্ছে। আর ওই নারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন মানুষজন।