Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ঘরে এনে যুবকের কুকর্ম! ঠাকুমা ঢুকে পড়তেই যা দেখলো

মানুষ যেদিন দিন কতটা পৈশাচিক হয়ে উঠছে সাম্প্রতিক কিছু ঘটনাই তার প্রমান। সমাজে নারীদের নিরাপত্তা তো সুনিশ্চিত নয়ই। শিশুরাও মাঝেমধ্যেই শিকার হচ্ছে মানুষের বিকৃতকামের। আবারো ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে অত্যাচার চেষ্টার অভিযোগ উঠল তার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তার ঠাকুমা যুবকটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেলে ঘটনাটি জানাজানি হয়। ওই যুবকের নামে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে রায়গঞ্জ মহিলা থানায়।

ওই শিশুটির পরিবারের লোকের অভিযোগ, রবিবার বিকেল বেলা ওই যুবক বাচ্চাটিকে, তাকে দোকান থেকে এক প্যাকেট বিস্কুট এনে দিতে বলেছিল। তার কথামতো দোকান থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে বাচ্চা মেয়েটির যুবকের বাড়িতে যায়। বাড়ির সামনে পৌঁছলে তাকে কোলে তুলে বাড়ির ভেতরে ঢুকে যায় ওই যুবক। সেই সময় যুবকের বাড়িটি ফাঁকাই ছিল। সেই সুযোগেই শিশুটির উপর নিজের যৌন লালসা চরিতার্থ করতে উদ্যত হয় বিকৃত মানসিকতার ওই যুবক। শিশুটি যন্ত্রণায় আর্তচিৎকার করে উঠতে গেলে তার গলার ওপর ছুরি চেপে অত্যাচার চালায় ওই যুবক। গলাও টিপে ধরে। এই ধর্ষণের ঘটনা কাউকে ঘ্রুনাক্ষরেও জানালে তাকে প্রাণ বাঁচিয়ে রাখবে না বলে হুমকি দেয় অভিযুক্ত যুবক। এরপরেই নাকি ওই ঘরে ঢুকে পড়ে যুবকের ঠাকুরমা। সেখানে শিশুটিকে বিবস্ত্র করে যুবককে অত্যাচার চালাতে দেখে। এই ভাবেই নাকি আশেপাশের লোক টের পেয়ে যায় ঘটনা, এমনটাই দাবি বাচ্চা মেয়েটির পরিবারের। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ওই যুবক।

এরপরেই রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ জানায় শিশুটির পরিবার। ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ ৮ বছরের বাচ্চা মেয়েটির শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিশুর পরিবারের সদস্যরা জানান, “প্রলুব্ধ করে বাচ্চাটিকে ফাঁকা ঘরে নিয়ে গেছিল। ফাঁকা ঘরেই অত্যাচার চালানোর সময় ছেলেটারই ঠাকুমা ঘরে ঢুকে আসে। ছেলেটিকে কুকর্ম করার সময় সেই দেখে।” অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার।
স্থানীয়দের কথায় ছেলেটা সারাদিন টো-টো করে ঘুরে বেড়ায়, স্বভাব চরিত্র বিশেষ ভালো নয়। তাই বলে এমন কান্ড ঘটাবে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

Related posts

বিনা কনডোমে প্রতিবার সেক্সেই রক্ত ঝরছে , কী করণীয়?

News Desk

রক্তাক্ত যুবক বসে রাস্তায়! পুলিশ প্রশ্ন করলে নিয়ে গেলেন বাড়ি! পৌঁছতেই চোখ কপালে উঠল পুলিশের

News Desk

মদ্যপ বাবার ফোন খুঁজে পায়নি ৯ বছরে ছেলে! ‘অপরাধের’ শাস্তি দিতে গলায় ফাঁস দিয়ে মারল বাবা

News Desk