Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

XE ভেরিয়েন্টের খোঁজ মিললেও এখনও স্বস্তিদায়ক দেশের করোনা গ্রাফ! শুরু হলো প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ

দীর্ঘ লড়াইয়ের পর করোনার বিরুদ্ধে সাফল্য অর্জন করতে চলেছে ভারতবর্ষ। ভারতের ধীরে ধীরে সুস্থ হওয়ার কথা করোনা গ্রাফই বলে দিচ্ছে। যদিও গুজরাটে XE ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ায় কেন্দ্র আবারও সতর্ক করলো দেশকে। সংক্রমণ কিছুটা কমতেই আজ থেকে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের অভিযান শুরু হচ্ছে। ভ্যাকসিন নেওয়া যাবে বেসরকারি কেন্দ্র থেকে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) থেকে পেশ করা তথ্য থেকে জানা যাচ্ছে যে , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৩২। ভারতে মাত্র ০.০৩ শতাংশ অ্য়াকটিভ কেসের হার। যদিও করোনায় মৃত্যু হচ্ছে মানুষের তবুও অনেকটাই কমেছে গত ২৪ ঘণ্টায়। রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ২৯ জন। যা ৮৩ জন ছিল গতকাল। ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৬৮৫।

তবে সুস্থতার হার অনেকটাই ভালোর দিকে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২ হাজার ৪৫৪ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে ১ হাজার ২৫৮ জন করোনা থেকে সেরে উঠেছেন। ৯৮.৭৬ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য থেকে বোঝা যাচ্ছে, দেশে প্রায় ১৮৫ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন এর মধ্যে সাড়ে ১৪ লক্ষের বেশি। বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে আজ থেকে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া চালু হল। যার জন্য ২২৫ টাকা খরচ হবে। এই ডোজ নিতে হবে দ্বিতীয় ডোজের নির্দিষ্ট সময় পর।

করোনা রোগী শনাক্ত করতে এখনও জারি টেস্টিং। যতই বিধিনিষেধ উঠে যাক টেস্টিং করা জরুরি। গতকাল ৪ লক্ষের ১৮ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

Related posts

অলক্ষেই দেহের হাড় গলিয়ে দিচ্ছে করোনা ভাইরাস, কতটা বিপজ্জনক হতে পারে মানুষের জন্য?

News Desk

কোথাও কিছু নেই অথচ আমগাছ থেকে ভেসে আসছে ঘণ্টার আওয়াজ! আতঙ্কে গ্রামবাসীরা

News Desk

দেশের নিস্তার মিলছে না করোনার সংক্রমণ থেকে , বাড়লো দৈনিক সংক্রমণের সংখ্যা

News Desk