সেলফি তুলতে আজকালকার যুব প্রজন্ম যে বেশ পছন্দ করে সে কথা বলাই বাহুল্য। কিন্তু সেলফি তুলতে গিয়ে বার বার দুর্ঘটনা ঘটার কথাও সামনে আসে। তাও মানুষের হুশ ফেরে না। বারবার প্রাণের ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। এমনই একটি ঘটনার কথা সামনে এলো মধ্য প্রদেশ থেকে।
মধ্যপ্রদেশের ছতারপুর (Madhya Pradesh, Chhatarpur) রেলস্টেশনে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক নাবালক কিশোর। আসলে, ছতারপুর রেলস্টেশনে দাড়িয়ে থাকা একটি ট্রেন ইঞ্জিনের উপরে উঠে সেলফি তোলার চেষ্টা করার সময় একটি উচ্চ-টেনশন পাওয়ার তারের (High Tension Power Cable) সংস্পর্শে আসার পরে ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি ছতারপুরের কোতোয়ালি থানা এলাকার। এরপরে রেলস্টেশনে ভাঙচুর চালায় ওই কিশোরের পরিবার। রেল প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্বজনরা। পুলিশ মামলাটির তদন্ত করছে।
এক রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন ব্যক্তি পরে স্টেশন মাস্টারের কার্যালয়ের দরজা পাথর দিয়ে ভাঙচুর করে। আরপিএফ অফিসার বলেছেন যে বিক্ষুব্ধ জনগণ স্টেশন মাস্টারকেও লাঞ্ছিত করেছে এবং তার ব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্মকর্তা তরফে বলা হয়েছে।
কর্মকর্তা আরও বলেন, “তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ছেলেটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।” এ ঘটনায় সিভিল লাইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ছতরপুর রেলওয়ে স্টেশন মাস্টার শুভঙ্ক প্যাটেল বলেছেন, “সুহেল মনসুরি নামে পরিচিত ছেলেটি একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে চড়ে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।” নিহতের বন্ধু আশরাফ জানান, সকালে মনসুরি রেলস্টেশনে গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে থাকা রেলের ইঞ্জিনে উঠে মোবাইল ফোন বের করে সেলফি তুলতে যায়। হঠাৎই ওভারের তারের সঙ্গে সংস্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয় সে।
আরপিএফ ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার বলেছেন, “ভুক্তভোগী একটি ওভারহেড হাই-টেনশন পাওয়ার লাইন ধরার চেষ্টা করেছিল এবং তার মোবাইল ফোনে সেলফি তোলার চেষ্টা করার সময় মারা গিয়েছিল।” এই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।