জার্মানিতে একজন ব্যক্তির কোভিড-১৯ (Covid 19) এর ৯০টি ডোজ নেওয়ার খবর পাওয়া গেছে। এই ব্যক্তি এক একদিনে তিনটি করে করোনা ভাইরাসের ভ্যাকসিন (Corona Vaccine) নিয়েছেন বলে জানা গিয়েছে। সে দেশের কর্মকর্তারা একে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন। জার্মান কর্মকর্তারা বলছেন, পূর্ব জার্মানির (Germany) ম্যাগডিবার্গ শহরে এক ব্যক্তি করোনার ৯০টি ভ্যাকসিন পেয়েছেন। তিনি বিভিন্ন টিকা কেন্দ্রে গিয়ে দিনে তিনবার টিকা নেন। কর্মকর্তারা বলছেন, এই ব্যক্তি ভ্যাকসিন নিতে অনিচ্ছুক ব্যক্তিদের থেকে টিকা পাস নিয়ে জালিয়াতির মাধ্যমে এতগুলি টীকা পেতে সক্ষম হয়েছেন।
৬১ বছর বয়সী এই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ‘ফ্রি প্রেস’ পত্রিকা। সন্দেহ করা হচ্ছে যে তিনি বিভিন্ন কেন্দ্রে গিয়ে কয়েক সপ্তাহ ধরে টিকা দেওয়ার জন্য পাস বিক্রি করার মতোই জালিয়াতির সাথেও যুক্ত থাকতে পারেন।
কী ধরনের ভ্যাকসিন জালিয়াতি (Vaccine Fraud) করতেন ওই ব্যক্তি? তদন্তাধীন পুলিশ অফিসাররা জানিয়েছেন অনেকে এমন যাঁরা করোনা ভ্যাকসিন নিতে অনিচ্ছুক, তাঁদের হয়ে ভ্যাকসিন নিতেন অভিযুক্ত ব্যক্তি। করোনা মহামারী চলাকালীন বাকি অনেক দেশের মতন জার্মানিতেও কোভিড পাসে বা করোনা সার্টিফিকেট এর ব্যবস্থা ছিল। ভ্যাকসিন নিয়েছে এমন কার্ড অর্থাৎ করোনা টিকা নেওয়ার প্রমাণপত্র দেখালে তবেই মিলত বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রয়োজনীয় কোভিড পাস। এই কোভিড পাস দেখালে তবেই নানান পাবলিক প্লেস যেমন শপিং মল, প্রেক্ষাগৃহ, রেস্টুরেন্ট, ক্লাব ইত্যাদি জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছিল। এমনকি বেশিরভাগ অফিসেও এই কোভিড পাস বাধ্যতামূলক ছিল। আর এই ভাবে জালিয়াতি করত এই ব্যক্তি। যারা ভ্যাকসিন নিতে চায় না তাদের নামে ভ্যাকসিন নিয়ে তাদের কোভিড পাস তৈরি করে দিত ইনি। সেই পাস নিয়ে যারা ভ্যাকসিন নেন নি তারাও বিভিন্ন পাবলিক প্লেসে যেতে পারত।
প্রসঙ্গত কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই জার্মানিতে অব্যাহত রয়েছে এবং সম্প্রতি করোনা সংক্রমনের গ্রাফে সামান্য বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। কর্মকর্তারাও টিকা দেওয়ার হার বাড়ানোর জন্য মানুষকে বোঝানোর সবরকম চেষ্টা করছেন কারণ লোকেরা এখনও টিকা নিতে দ্বিধাগ্রস্ত।