Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ঘরেই ‘হেলিকপ্টার’ বানিয়ে ফেললেন ব্যাক্তি! কিন্তু ওড়ানোর আগেই ধরলো পুলিশ! জানুন কেন

নিজের ঘরে বসেই ঘরোয়া জুগাড় দিয়ে আস্ত একটি হেলিকপ্টার বানিয়ে ফেললেন এক ব্যক্তি। তাক লাগিয়ে দেওয়ার মত ব্যাপার অবশ্যই। কিন্তু বানানোর পর যখন তিনি নিজের নির্মিত সেই হেলিকপ্টারটি আকাশে ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হাজির হলো পুলিশ। এবং ওই ব্যক্তিকে পুলিশ ধরে ফেলে। কিন্তু কেন! জানুন পুরো বিষয়টা। ঘটনাটি চীনের জিয়াংসু প্রদেশের একটি গ্রামের।

চীনের এক গণমাধ্যম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকার ইঞ্জিন ব্যবহার করে হেলিকপ্টারটি তৈরি করা এই ব্যক্তির নাম চেন রুইহুয়া। ৫৯ বছর বয়সী এই ব্যক্তির কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা কোনো অভিজ্ঞতা নেই। তিন বছর আগে নিতান্ত সখের বশেই তিনি হেলিকপ্টার বানানো শুরু করেন, যা তিন বছর ধরে চেষ্টার পর বাস্তবেই তৈরী হয়ে গেছে। কিন্তু হেলিকপ্টার বানালেও সেটি উড়াতে সক্ষম হননি তিনি। তার কারণ তিনি নিজের নির্মিত হেলিকপ্টার আকাশে উড়তে পারবে কিনা সেই পরীক্ষা করার আগেই পুলিশ এসে তাকে আটকে দেয়।

স্থানীয় পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে যে চেন রুইহুয়ার কোনো লাইসেন্স না থাকায় তাকে হেলিকপ্টার ওড়ানোয় বাঁধা দেওয়া হয়েছে। এমনকি এটি তৈরি করার জন্য তার কোনো প্রকৌশলী অভিজ্ঞতাও ছিল না। তাই দুর্ঘটনাও ঘটতে পারতো।

ভিডিও দেখে হেলিকপ্টার বানাতে শিখেছেন:

চেন রুইহুয়া দাবি করেছেন যে তিনি ভিডিও দেখে হেলিকপ্টার তৈরি করতে শিখেছেন। হেলিকপ্টারটি তৈরি করতে তার প্রায় তিন বছর মতন সময় লেগেছে। এর সাথে ২ লক্ষ ইউয়ান (China Currency) অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে প্রায় ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। হেলিকপ্টার বানানোর জন্য প্রয়োজনীয় যা কিছু জিনিস তিনি অনলাইনে কিনেছেন আর কিছু বাজারে গিয়ে এনেছেন। চেন রুইহুয়া জানিয়েছেন যে তিনি এই হেলিকপ্টারটি তৈরি করেছেন কৃষি কাজে সাহায্য করার উদ্দেশ্যে, এটিকে ড্রোন হিসাবে ব্যবহার করার মতো করে।

কিন্তু অনুমতি ছাড়াই ‘হেলিকপ্টার’ ওড়ানোর পরীক্ষা করার অভিযোগে চেন রুইহুয়াকে আটক করে পুলিশ। কিন্তু বর্তমানে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে তাকে আর এমনটি না করার জন্য সতর্ক করা হয়েছে। চেন রুইহুয়া বলেছেন যে হেলিকপ্টারটি তিনি তৈরি করেছিলেন তা একটি রাশিয়ান রোটারক্রাফ্ট মডেলের মতো এবং এটি মোটরবোটের ইঞ্জিন এবং অনলাইন এবং হার্ডওয়্যার স্টোর থেকে কেনা যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছিল। তার বিশ্বাস, এই হেলিকপ্টার শত শত মিটার উড়তে পারে। এবারে এই ব্যাক্তি নিজের তৈরি হেলিকপটার ওড়ানোর অনুমতি পায় কিনা সেটাই দেখার।

Related posts

মকর সংক্রান্তি পর্যন্ত চলবে সৌর খরমাস? এই একমাস কেন শুভকাজ মানা? জানুন পৌরাণিক কাহিনী

News Desk

হাড়ের ক্যানসারে আক্রান্ত ছেলে মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে, চোখে দেখতে না পেরে খুন করলেন বাবা

News Desk

নীল ছবির নেশা! পর্ন দেখতে কোম্পানির এক কোটি টাকা উড়িয়ে দিল ব্যাক্তি! তারপর…

News Desk