Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা পরীক্ষা বাড়াতেই বাড়লো দেশের সংক্রমণের গ্রাফ, কিছুটা স্বস্তি দিচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা

গোটাবিশ্বে যতই করোনা দাপট দেখাক না কেন, ভারতে কিন্তু সেভাবে কোনও ছাপ ফেলতে পারছেনা। অন্ততঃ পরিসংখ্যান দেখে সেই কথা অনায়াসে বলাই যায়। গত মঙ্গলবার যে রিপোর্ট ছিল তাতে দৈনিক সংক্রমণ আটশোর নিচে নেমেছিল। যদিও টেস্টিং বাড়ানোর সাথে সাথেই সেই সংখ্যা আবারও উর্দ্ধমুখী। তবে এক্টিভ রোগীর সংখ্যার দিক থেকে যথেষ্ট নিশ্চিন্ত থাকা যায়।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন গত ২৪ ঘণ্টায়। ফলে গতকালের তুলনায় দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.২৩ শতাংশ। বর্তমানে ভারতে কমে ১১ হাজার ৮৭১ সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গোটা দেশে মাত্র ০.০৩ শতাংশ অ্য়াকটিভ কেসের হার। তবে করোনার জন্য এখনও মানুষের মৃত্যু হচ্ছে। রিপোর্ট বলছে, ৭১ জন মারা গেছেন এখনও পর্যন্ত শেষ ২৪ঘন্টায় । যে সংখ্যাটা গতকাল ৫৮ ছিল। রিপোর্ট দেখে এটা বোঝাই যাচ্ছে যে এখনও এই ভাইরাসের থেকে সতর্ক থাকা উচিত। কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দেশে ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ জনে।

তবে সুস্থতার হারের দিক থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৫৬৭ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে ১ হাজার ১৯৮ জন গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন। আগের থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৬ শতাংশতে । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, দেশে প্রায় ১৮৫ কোটির বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল সাড়ে ১৫ লক্ষের বেশি ভ্যাকসিন পেয়েছেন।

টেস্টিং চলছে যেমন ঠিক তেমনই টিকাকরণ চলছে। কেন্দ্র এবং রাজ্য থেকে বিধিনিষেধ অনেকটা কমালেও এখনও কিন্তু মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর মনে রাখতে হবে আমাদের এই ভাইরাস থেকে সতর্ক থাকা প্রয়োজন।

Related posts

পছন্দসই পাত্র খুঁজেছিলেন! সেই পাত্রের সাথে মেয়ে ঘটিয়ে বসলেন কেলেঙ্কারি! রেগে লাল বাবা

News Desk

আবারও দেবের মানবিক পদক্ষেপ: ঘাটালের করোনা আক্রান্তদের নিখরচায় খাবার পৌঁছানোর দায়িত্ত্ব নিলেন

News Desk

ভেবে দেখেছেন !! পাবলিক প্লেসে টয়লেটের দরজার নিচে কেন ফাঁকা রাখা হয় ?

News Desk