এই সপ্তাহের শুরু থেকেই বোঝা যাচ্ছিলো যে এই সপ্তাহে অবশ্যই ভালো খবর শোনা যাবে। বছর দুই পর সোমবার সব থেকে বেশি নীচে ছিল দৈনিক করোনা সংক্রমণ। বেশ নিশ্চিন্ত হয়েছিল মানুষ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট দেখে। আর আজ মঙ্গলবার আরও বেশ খানিকটা নীচের দিকে চলে গেলো সেই গ্রাফ।
মঙ্গলবার পাওয়া স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে , দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। আর মৃতের সংখ্যা ৫৮। যদি সোমবারের নিরিখে দেখা যায় তবে মৃতের সংখ্যা খানিকটা হলেও বেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় দেশের ১২০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত সুস্থতার হার হল ৯৮.৭৬ শতাংশ। ১২ হাজার ৫৪ দেশের এক্টিভ করোনা রোগীর সংখ্যা। যা মাত্র ০.০৩ শতাংশ মোট কোভিড পজিটিভের তুলনায়। করোনায় ১৩জনের মৃত্যু হয়েছিল গত সোমবার। আর মঙ্গলবার তা বেড়ে হল ৫৮ জন। যতই দৈনিক সংক্রমণ কমতে থাকুক না কেন এই মৃত্যুহার ওঠানামা করেই যাচ্ছে। এখনও পর্যন্ত মোট ৫,২১,৪১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এই মুহূর্তে ০.১৭ শতাংশ পজিটিভিটি রেট।
সমস্ত কোভিডবিধি গত ১ এপ্রিল থেকে উঠে গিয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়। দেশের দৈনিক নিম্নমুখী কোভিড গ্রাফ কেন্দ্রের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছে। করোনার চতুর্থ ঢেউ জুনে আছড়ে পড়ার সতর্কবার্তা রয়েছে। তার আগে দেশে মহামারীর দাপট এই মুহূর্তে যেভাবে দিনদিন কমে আসছে, তাতে বেশ নিশ্চিন্তে থাকা যাচ্ছে।
পাশাপাশি কেন্দ্র খুবই জোর দিচ্ছে টিকাকরণ ও টেস্টিংয়ে । টিকার ডোজের সংখ্যা বাড়ছে। দেশের ১৮৪ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৮১টি ডোজ ইতিমধ্য়ে দেওয়া হয়েছে।