Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দুয়ারে সরকার থেকে এবারে ‘দুয়ারে অক্সিজেন’, চেতলা অগ্রণী উদ্যোগী হল প্রাণবায়ুর সমস্যা মেটাতে

কলকাতার চেতলা অগ্রণী ক্লাব, অক্সিজেন সমস্যা মেটাতে উদ্যোগী হল । ক্লাব কর্তৃপক্ষ ‘দুয়ারে অক্সিজেন’ নামে একটি পরিষেবা চালু করেছেন । যেসব কোভিড রোগীর অক্সিজেন দরকার, এই পরিষেবার মাধ্যমে তাঁদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেবেন ক্লাবের সদস্যরা। এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী তথা ওই ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম বুধবার চেতলায় ।

দুয়ারে সরকার থেকে এবারে 'দুয়ারে অক্সিজেন', চেতলা অগ্রণী উদ্যোগী হল প্রাণবায়ুর সমস্যা মেটাতে

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে এসেছিল । ব্যাপক সাড়া ফেলেছিল ওই কর্মসূচি। তার সুফলও তৃণমূল ভোট বাক্সে পেয়েছে । এ বার চেতলা অগ্রণী ক্লাব ‘দুয়ারে অক্সিজেন’ নাম দিয়ে নিজেদের নতুন পরিষেবা চালু করেছে । কোভিড আক্রান্ত রোগীদের কাছে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেবেন ওই ক্লাবের সদস্যরা এই পরিষেবার মাধ্যমে । ক্লাব কর্তৃপক্ষ এর জন্য দুটি ফোন নম্বর চালু করেছেন । ফোন নম্বর দুটি হল ৯৮৩১১০৪৬৫৬ ও ৭০০৩৮৬৮৪১৪। অক্সিজেন কনসেনট্রেটরের জন্য আবেদন করা যাবে এই নম্বর দু’টিতে ফোন করে ।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিষেবা চালু করা হয়েছে আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে । প্রায় এক লক্ষের কাছাকাছি একটি কনসেনট্রেটরের দাম । এই অক্সিজেন কনসেনট্রেটর রাখা যাবে একটি বাড়িতে কোনও রোগীর জন্য ১০ দিন পর্যন্ত । ক্লাব কর্তৃপক্ষকে ফের তা ফেরৎ দিতে হবে ১০ দিন পর । এ নিয়ে ক্লাব সভাপতি ফিরহাদ বলেন, ” অক্সিজেন ২০টি কনসেনট্রেটর জোগাড় করা হয়েছে চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে । আমরা গাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়ে আসব আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে । আমাদের ক্লাবের সদস্যরা এই কাজ করবেন।”

সব জায়গায় এই পরিষেবা কনসেনট্রেটরের সংখ্যা কম থাকায় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফিরহাদ। তাঁর কথায়, ” কম সংখ্যক কনসেনট্রেটর রয়েছে আমাদের কাছে । তাই কলকাতার সব এলাকায় এই পরিষেবা দেওয়া সম্ভব নয়। এখন শুধুমাত্র ক্লাবের আশপাশের এলাকায় এই পরিষেবা দেওয়া হবে। তবে আমি কলকাতার সব ক্লাবের কাছে অনুরোধ করব তারাও যেন এই ভাবে উদ্যোগী হন।”

Related posts

সন্তানের ধর্মবিশ্বাস মানবতা, বাবা মা এর আবেদনে এমন জন্মের শংসাপত্র দিল রানাঘাট পৌরসভা

News Desk

পার্লারে চল্লিশ হাজার টাকা খরচ করলেন মহিলা! শেষে আয়না দেখে কেঁদে ফেললেন অঝোরে!

News Desk

সাড়ে তিন বছর ধরে দুই কিশোরীকে যৌন নিপীড়ন, অবশেষে পুলিশ ফাঁস করলো ধর্মগুরুর কেচ্ছা

News Desk