Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ের দিন বন্ধুর বউকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন যুবক! তারপর যা ঘটলো শুনলে অবাক হবেন

যদি বর ও কনে তাদের বিয়েতে কারো আগমনে সবচেয়ে বেশি খুশি হয় তবে তারা হলেন তাদের বন্ধু বা বান্ধবী। কিন্তু একবার ভাবুন তো বরের সবচেয়ে প্রিয় বন্ধু (Best Friend) যদি বিয়েতে নববধূকে অর্থাৎ তার হবু বৌদিকেই প্রপোজ করে তাহলে কি হবে? সেই সময় বরের কি অবস্থা হবে একবার ভাবুন তো। অপরদিকে বরের বন্ধুর থেকে প্রেমের প্রস্তাব পেয়ে কনেও যদি বরকে ছেড়ে দিয়ে বরের বন্ধুকে বিয়ে করে। পুরো বিষয়টা শুনে মনেই হতে পারে পাগলের প্রলাপ। এমনটা আবার হয় নাকি? কিন্তু শুনলে অবাক হবেন এমন একটি ঘটনা বাস্তবেই ঘটেছে।

‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেজারি হোয়াইট নামের ওই তরুণী নিজেই তার সঙ্গে ঘটা এমন ঘটনার কথা জানিয়েছেন। ডেজারি হোয়াইট নিজেই ছিল সেই বিয়ের কনে। তিনি জানান, ২০১০ সালে তার বিয়ে হয়। এই বিয়ের সময়ই তার স্বামীর পরম বন্ধু তাকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যা দেখে বর-কনেসহ বিয়েতে আগত অতিথি ও আত্মীয়-স্বজনরা সবাই হতবাক। কনে জানান, বিয়ের সময় তার স্বামীর বন্ধু মাইকে বিবাহের শুভেচ্ছা জানিয়ে স্পিচ দিতে এসে কনে কে সরাসরি বিয়ের প্রস্তাব দেন।

ডিজারি হোয়াইটের বিয়েতে উপস্থিত ছিলেন বরের বন্ধু ব্রায়ান্ট (Bryant White)। ব্রায়ান্ট বিয়ের পার্টিতে এসে অতিরিক্ত মদ পান করে ফেলেছিল। বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে যখন তিনি স্টেজে ওঠেন সেই সময় প্রিয় বন্ধুর স্ত্রীকে দেখে হুঁশ হারিয়ে ফেলেন তিনি। এরপর তাকে মাইকে কিছু বলতে বলা হলে দিতে বলা হলে তিনি সরাসরি কনেকে তার মনের কথা বলেন। ব্রায়ান্ট বলেন, ‘আমি প্রথমবার দেখেই ডিজাযরির প্রেমে পড়েছি।’ ব্রায়ান্ট আরো জানান তিনি এখন পর্যন্ত যত মেয়ের সাথে দেখা করেছেন তার মধ্যে ডিজারিই সবচেয়ে স্পেশাল।

ডেসারি আরও জানান যে এই ঘটনায় হতবাক হয়ে গেলেও সেদিন অবশ্য ব্রায়ান্টের সাথে তার কিছু হয়নি। কিন্তু যে বিয়ের দিন এত ঘটনা তার সেই বিয়ে অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের এক বছর পর তিনি তার স্বামীকে ডিভোর্স দেন এবং ২০১২ সালে স্বামীর বন্ধু ব্রায়ান্টকে বিয়ে করেন। তাদের দুজনের এখন ৪টি সন্তান রয়েছে এবং তারা একে অপরের সাথে খুব খুশি। ডিজারি প্রকাশ করেছেন যে তার বর্তমান স্বামী এবং প্রাক্তন স্বামী এখনও ভাল বন্ধু। এই বিয়ের কারণে দুই বন্ধুর মধ্যে কোনো সমস্যা হয়নি।

Related posts

গলা পর্যন্ত ধারে ডুবে ভাড়াটিয়া! মাসের শুরুতে বৃদ্ধা ভাড়া চাওয়ায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা

News Desk

যৌন সঙ্গমের জন্য স্ত্রী অদলবদল, কেরালায় সামনে এল এক হাজারের বেশি সদস্যের নেটওয়ার্ক

News Desk

যার অভিযোগে জেলে যেতে হয়েছিল প্যারোলে বেরিয়ে তাকেই বিয়ে! চর্চায় নবদম্পতি

News Desk