Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শারীরিক প্রলোভনের টোপ! যৌনকর্মীর সাথে দেখা করতে নিষিদ্ধ পল্লীতে গিয়ে বিপাকে ব্যবসায়ী

মধুচক্রের ফাঁদে পড়ে নিজের সর্বস্ব হারায় এমন ঘটনার কথা প্রায়শঃই শোনা যায়। আবারও এমন ঘটনা সামনে এলো খোদ কলকাতা শহরের বুক থেকে। শারীরিক প্রলোভন সামলাতে না পেরে নিষিদ্ধপল্লির দুই যৌন কর্মীর (Sex Workers’ Honey Trap) ফাঁদে পড়ে নিজের সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী। এরপরে নিজের টাকা উদ্ধার করতে আবারও নিষিদ্ধ পল্লীতে যান। কিন্তু এরপরে হয় আরো বিপদ। রীতিমত শারীরিক নিগ্রহ করা হয় তাঁকে। এক ব্যবসায়ীর চাঞ্চল্যকর অভিযোগে ছড়ালো উত্তেজনা। অভিযোগ জানানো হয় পুলিশে।

এরপরেই তাঁর অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিস নিষিদ্ধপল্লি থেকে দুই যৌনকর্মীকে গ্রেফতার (Sex Worker Arrest) করে। লেকটাউনের বাসিন্দা ওই ব্যবসায়ী, ওই দুই যৌন কর্মীর বিরুদ্ধে তাঁকে মারধর করা এবং তাঁকে অনৈতিকভাবে আটকে রাখার অভিযোগ এনেছে।

অভিযোগকারী ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র। ব্যবসায়ী জানিয়েছে তিনি নিষিদ্ধপল্লিতে গেলে ওই দুই যৌনকর্মীর (Sex Worker) সাথে পরিচয় হয়। পরিচিত হওয়ার পরে ওই ব্যক্তিকে শারীরিক প্রলোভনের হাতছানি দিয়ে ওই দুই যৌনকর্মী তাঁকে একাধিকবার নিজেদের বাসস্থানে ডেকে পাঠায়। এরপরেই ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে নানা মূল্যবান সামগ্রী টাকা-পয়সা, সোনার গয়না ইত্যাদি হাতিয়ে নেয় তাঁরা। এর কিছুদিন পর ওই ব্যবসায়ী তাদের কাছ থেকে তাঁর টাকা ফেরত চায়। এরপরে আবারও ওই দুই যৌনকর্মী ব্যবসায়ীকে টাকা দেওয়ার আছিলায় নিষিদ্ধপল্লিতে ডেকে পাঠায়। 

ব্যবসায়ী জানান বৃহস্পতিবার রাতে তিনি আবারও নিজের টাকা উদ্ধার করতে নিষিদ্ধপল্লিতে যায়। কিন্তু তিনি সেখানে পৌঁছলে শুরু হয় বাদ বিবাদ। টাকা ফেরত পাওয়া তো দূরঅস্ত, তাঁকে আটকে রেখে বেধড়ক প্রহার করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ী জানান এই সময় তার গলা থেকে সোনার চেন পর্যন্ত খুলে নেন ওই দুই যৌনকর্মী। এরপরে তাঁকে আটকে রাখে বেশ কিছুক্ষণ। পরে তাদের হাত থেকে মুক্তি পেলে ওই ব্যবসায়ী গিয়ে লেকটাউন (Laketown) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ পেয়ে নিষিদ্ধপল্লিতে পৌঁছে ওই দুই যৌনকর্মীকে আটক করে পুলিশ। অভিযুক্ত যৌন কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে যে, এরা দুজন বিভিন্ন মানুষকে শারীরিক প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতো। এরপরে টাকা-পয়সা হাতিয়ে নিত।বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টার্গেট হতো ব্যবসায়ীরা। আজ ধৃত দুই যৌনকর্মীকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

Related posts

কিভাবে ডেঙ্গুতে দ্রুত উপশম পাওয়া যাবে, জেনে নিন কী করবেন আর কী করবেন না?

News Desk

ইনস্টাগ্রাম রিলস বানাতে গিয়ে পরিচয় ২ যুবকের সাথে! গৃহবধূর যে এমন সর্বনাশ ঘটবে বোঝেননি

News Desk

কিভাবে সৃষ্টি হল হিজড়া বা কিন্নরদের! উল্লেখ রয়েছে পুরাণে! জানতেন এই অবাক করা সত্য?

News Desk