Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আল আকসা মসজিদ ঘিরে সংঘর্ষে উত্তপ্ত প্যালেস্টাইন ও ইজরায়েলের। রকেট হানায় মৃত্যু ইজরায়েলে কর্মরত ভারতীয় নার্সেরও

জেরুজালেমে আল আকসা মসজিদ ঘিরে সংঘর্ষে কমপক্ষে ১৬৩ জন প্যালেস্তিনীয় নাগরিক ও ৬ জন ইজরায়েলি পুলিশকর্মী আহত হয়েছেন। এই পরিসংখ্যান পাওয়া গেছে প্যালেস্তিনীয় রেড ক্রিসেন্ট ইমারজেন্সি সার্ভিস আর ইজরায়েলি পুলিশের তরফ থেকে।

গত শুক্রবার রমজানের নমাজ পড়তে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে জড়ো হন কয়েক হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষ। আল আকসা মসজিদটি ইসলাম ধর্মাবলম্বীদের নিকট অন্যতম শ্রদ্ধার একটি স্থান। সাথে সাথেই, এটি ইহুদি জাতির কাছেও একটি পবিত্র স্থান। এটিকে ইহুদীরা টেম্পল মাউন্ট হিসাবেই মানেন। ইজরায়েলী পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার নামাজের পর কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ দাঙ্গা শুরু করেন। সেই পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণে আনার জন্য’ শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে ইজরায়েলী পুলিশ।

এদিকে, আল আকসা মসজিদে সংঘর্ষের পরই গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে প্যালেস্টাইনি সন্ত্রাসবাদী সংগঠন হামাস। এই রকেট হামলায় ইজরায়েলে কর্মরত ভারতীয় নার্স ৩১ বছর বয়সী সৌম্যা প্রাণ হারান। কেরলে বসবাসকারী স্বামী সন্তোষের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন ৩১ বছর বয়সী সৌম্যা। ঠিক সেই সময় প্যালেস্তিনীয় রকেট আছড়ে পড়ে এবং প্রাণ হারালেন সৌম্যা।

মঙ্গলবার হামাস গোষ্ঠী জানিয়েছে, তারা ৫ মিনিটে ইজরায়েল কে লক্ষ্য করে ১৩৭টি রকেট ছুঁড়েছে। পালটা হামাস জঙ্গি সংগঠন ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েল বিমান হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কিছুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ইজরায়েল থেকে রকেট হামলার উপর তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আমেরিকা। পাশাপাশি রাষ্ট্রসংঘ ইজরায়েলের কাছে আবেদন জানিয়েছে, যে কোনও ধরনের উচ্ছেদ বন্ধ করার জন্য আর সহনশীলতা দেখানোর জন্যে।

Related posts

বিয়ের সময় একটি গানে কনের নাচ পছন্দ হয়নি! রেগে তালাক দিলেন সদ্য বিবাহিত স্বামী!

News Desk

123456 নয়, এটাই ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় পাসওয়ার্ড! জানেন কী?

News Desk

অমানবিক! ৬ মাসের দুধের শিশুকে ১.৬০ লাখে বিক্রি করলো বাবা! সঙ্গত দিল মামা

News Desk