Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নিউটাউনে চলন্ত বাসে শ্লীলতাহানি! তরুণীর গোপনাঙ্গ ছোঁয়ায় অভিযুক্ত বিহারের যুবক

এক তরুণীকে বাস চলাকালীন এক যুবক শ্লীলতাহানি করেছে, গোপনাঙ্গে স্পর্শ করেছে ! এই প্রচন্ড লজ্জাজনক ঘটনাটি ঘটেছে নিউটাউন থানা এলাকায়। সাথে সাথেই ওই তরুণী অভিযোগ জানিয়েছেন থানায়। আর তার এই অভিযোগের কারণেই পুলিশ গ্রেফতার করেছে বিহার নিবাসী এক যুবক কে। ওই বিহারের যুবকের নাম মহম্মদ তাজ। বিধাননগর আদালতে ওই অভিযুক্ত যুবককে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন বলে জানা গিয়েছে।

আসলে ঘটনাটি ঠিক কী হয়েছিল? পুলিশ জানিয়েছে যে , সল্টলেকের এক বেসরকারি তথ্যপ্রযুক্তি কেন্দ্রে কর্মরতা ওই তরুণী গত সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ সেক্টর ফাইভ থেকে একটি বাসে উঠে ছিলেন। বাসে ওঠার পর কিছুক্ষনের মধ্যেই তার ঘুম পেয়ে যায়। যখন ওই বাসটি বিশ্ববাংলা গেটের কাছে আসে ওই তরুণী আচমকাই খেয়াল করেন, যে তার ঠিক পাশেই বসে থাকা এক যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে। হাত দিচ্ছে তার গোপনাঙ্গে । আর তা বুঝতে পেরেই বছর একুশের ওই তরুণী চিৎকার করে ওঠে বাসের মধ্যেই। এরপর বিশ্ববাংলা গেটে একটি সিগন্যালে বাসটি দাঁড়ালে তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কে ডেকে নেন। সেই বাস থেকে পুলিশ তাকে উদ্ধার করে আর ওই যুবক কে গ্রেফতার করে।

তারপর ওই তরুণী একেবারে সোজা চলে যান থানায়। শ্লীলতাহানির (Molestation) লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের নামে। পুলিশ জানিয়েছে , ওই ধৃত যুবকের নাম তাজ মহম্মদ। বিহারের (Bihar)মুজাফফরপুরে বাড়ি। সম্প্রতি কলকাতায় এসে নিউটাউনের একটি বাড়ি ভাড়া নিয়েছিল কাজের সূত্রে। নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ তার সম্পর্কে বিস্তারিত জানতে। ফাঁকা বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটল শুনসান এলাকা হওয়ায় বলেই মনে করছেন নির্যাতিতা ওই তরুণী। ফের শহরের তথ্যপ্রযুক্তি হাব এলাকায় মহিলাদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ল এই ঘটনায়।

Related posts

অনলি ফ্যানস মডেলের নগ্ন ছবি রেডিটে ভাইরাল! জীবনই বদলে গেছে… জানাচ্ছেন মডেল

News Desk

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে অবসাদগ্রস্ত ব্যবসায়ী, পাশে পড়ে রক্তমাখা বঁটি! ঘটনায় চাঞ্চল্য

News Desk

‘ডিএনএ পরীক্ষা চাই, বাবার চিতাভস্ম ফিরিয়ে আনুন..’ স্বাধীনতা দিবসে অনুরোধ নেতাজি কন্যার

News Desk