Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

টলিউডে শোকের ছায়া! মারা গেলেন বাংলা সিনেমা জগতের তারকা অভিষেক চট্টোপাধ্যায়

এই মুহুর্তের সব চেয়ে বড় খবর। মারা গেলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিষেক চ্যাটার্জী। জী ২৪ ঘন্টায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই খবর। সূত্র অনুযায়ী কলকাতায় নিজের বাসভবন, প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গেছে গতকাল সন্ধেবেলা একটি অনুষ্ঠান চলাকালীনই শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। কিন্তু সেখান থেকে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে চাননি তিনি। অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। এরপরে গভীর রাতের দিকে মারা যান তিনি।

নিজের বাসভবনেই তার চিকিৎসা করানো হচ্ছিল বলে জানা গিয়েছে। এমনকি বাড়িতেই স্যালাইনও চালানো হয়। এরপরে ক্রমশঃ শারীরিক অবস্থার অবনতি ঘটলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গেছে রাত ১টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্তমানে তার মরদেহ বাড়িতেই রাখা আছে। যদিও এখনও তার মৃত্যুর কারণ সুস্পষ্ট ভাবে জানানো হয়নি। সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি তাঁর মৃত্যুর কারণ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক অতি পরিচিত নাম অভিষেক চ্যাটার্জী। তাঁর সাবলীল অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছিল সিনেমাপ্রেমী মানুষজন। নিজের কাজ দিয়েই তিনি প্রায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তাঁর সমসাময়িক দাপুটে অভিনেতাদের দিকে। প্রয়োজনে সেই সব অভিনেতা দের সাথে একই সিনেমায় অভিনয় করতেও তিনি পিছপা হননি।

অভিষেক চ্যাটার্জী তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে বেশ কিছু প্রতিভাবান অভিনেতার সঙ্গে অভিনয় করেন। সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চ্যাটার্জী, তাপস পাল উৎপল দত্ত, প্রমুখ অভিনেতাদের সাথে তিনি অভিনয় করেছেন। এঁদের মধ্যে অনেকেই তাঁর সহ অভিনেতার ভূমিকাতেও অভিনয় করেছেন। তবে শুধু বড় পর্দা নয় ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। তরুন মাজুমদার পরিচালিত সিনেমা পথভোলায় অভিনয় করে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর একে একে সংঘর্ষ, ফিরিয়ে দাও, দহন, বাড়িওয়ালি, মধুর মিলন , মায়ের আঁচল, আলো ,ওয়ান, নীলাচলে কিরীটি এর মতো একের পর এক অসাধার সব সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।

Related posts

আইপিএল চলাকালীনই করোনা নিয়ে বিরাট বার্তা দিলেন রয়াল চ্যালেঞ্জার্সের অধিনায়ক কোহলি

News Desk

ফুলশয্যার সময়ে ‘সতীত্ব’ প্রমাণে অ্যামাজনে বিক্রী হচ্ছিল কৃত্রিম রক্তের পিল! নিন্দায় সরব সকলে

News Desk

ভয়াবহ! পরিচারিকার মারধরে ব্রেন হেমারেজ আট মাসের শিশুর! ধরা পড়ল সিসিটিভিতে

News Desk