করোনা ভাইরাস এখনও চলে যায়নি পৃথিবী থেকে। দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া সহ ইউরোপের অনেকাংশে করোনা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। তাই ভারত আগে থেকেই সতর্ক হতে শুরু করেছে। এমনকি গোটা বিশ্বকে চীন সতর্ক করেছে। বেশ অনেকদিন ধরেই নিম্নমুখী ছিল ভারতের করোনা সংক্রমণ, কিন্তু শেষ ২৪ ঘন্টায় আবারও দৈনিক সংক্রমণ উর্দ্ধমুখী। তাই আরও জোর দিতে চাইছে কেন্দ্র করোনা বিধিনিষেধ ও টিকাকরণের উপরেই। আর সেজন্যই ছোটদের অর্থাৎ ১২ থেকে ১৪ বছরের বাচ্চাদের জন্য নোভোভ্যাক্স টিকা কে জরুরি সময়ে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন। যা ১১ শতাংশ কম গতকালের তুলনায়। তবে অ্যাকটিভ কেস দেশে ধীরে ধীরে কমছে। বর্তমানে দেশে ২৩ হাজার ৮৭জন সক্রিয় করোনা রোগীর সংখ্যা। আপাতত অ্য়াকটিভ কেসের হার দেশে ০.০৫ শতাংশ। গত কয়েকদিনের মতো এদিনও সংক্রমণ নিয়ে চিন্তা কম থাকলেও মৃত্যুহার নিয়ে বেশ চিন্তা থেকে যাচ্ছে। রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘণ্টায় ৬২ জন। যা মঙ্গলবারের বুলেটিনে নেমে গিয়েছিল ৩৩-এ। এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে দেশে ৫ লক্ষ ১৬ হাজার ৬০৫ জনের।
যদিও মৃত্যুহার নিয়ে চিন্তা থাকলেও নিশ্চিন্ত করছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫৭ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪২ জন। বর্তমানে ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার । যা আগের দিনের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য থেকে যা জানা যাচ্ছে , টা হল দেশে প্রায় ১৮১ কোটি ৮৯ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন এর মধ্যে সাড়ে ৩০ লক্ষের বেশি। দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ চলছে। ষাটোর্ধ্বরাও বুস্টার ডোজ পাচ্ছে।
১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য এরই মধ্যে নোভোভ্যাক্সকে জরুরিকালীন ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হল। সেরাম ইনস্টিটিউশনে কোভোভ্যাক্স ব্র্যান্ডের অন্তর্গত এই ভ্যাকসিনটিও তৈরি হয়েছে।
পাশাপাশি কেন্দ্র থেকে রাজ্য সরকার চাইছেন বেশি করে করোনা পরীক্ষা করাতে, আর কেন্দ্র থেকেও রাজ্যকে এই ব্যাপারে চিঠি কওরা হয়রছে। দেশে ৬ লক্ষের ৭৭ হাজার ২১৮ জনের গতকাল নমুনা পরীক্ষা হয়েছে।