Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রথম বিয়ের কথা চেপে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় বিপাকে যুবক! বেঁধে রাখা হলো গাছের সাথে

আগেও এক বার তার বিয়ে হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিয়ের সময় এক্কেবারে লুকিয়ে গিয়েছিলেন সেই কথা। কিছু না জেনেই ওই যুবককে বিয়ে করে নিয়েছিলেন এক মহিলা। কিন্তু নিজের প্রথম বিয়ের কথা চেপে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় বিপাকে যুবক। দ্বিতীয়পক্ষের স্ত্রী ও তাঁর পরিবারের লোকজন যুবকের প্রথম বিয়ের কথা কোনোভাবে জেনে যাওয়ায় শাস্তি দেওয়া হল ওই যুবককে। তাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো গাছের সঙ্গে। তাঁকে সেই অবস্থায় রেখেই পুলিশকে খবর পাঠালো দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ির সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট এলাকায়।

এই সময় ডিজিটালের এক প্রতিবেদনে জানানো হয়েছে অভিযুক্ত জামাইয়ের নাম প্রসেনজিৎ রায়। ওই অভিযুক্ত যুবকের বাড়ি মেখলিগঞ্জ ব্লকের খেতাবেচা এলাকায়। ওই যুবকের দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের বাড়ি থেকে অভিযোগ যে ওই যুবক বেশ কয়েক বছর আগেই নমিতা রায় নামের এক যুবতীকে প্রথমে বিয়ে করেন, ওই প্রথম পক্ষের স্ত্রীয়ের এখন দুটি সন্তানও রয়েছে। প্রসেনজিৎ নামের ওই অভিযুক্তের পরে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটের এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয়। প্রসেনজিৎ এই যুবতীর সাথে প্রেমের পরও তার প্রথম পক্ষের স্ত্রীয়ের ব্যাপারে কিছুই জানান নি উল্টে তাকে নিয়ে পালিয়ে যায় বিয়ে করতে। বর্তমানে অভিযুক্তের এই দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার একটি মাস কয়েকর সন্তানও রয়েছে।

দ্বিতীয়াপক্ষের স্ত্রী ওই অভিযুক্তের প্রথম পক্ষের বিয়ের কথা হঠাৎই জানতে পারে আর নিজের কন্যা সন্তান কে নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে নিজের বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করে।আর এরপর থেকেই রানীরহাট এলাকায় প্রসেনজিৎ প্রায়ই আসতে শুরু করেন শশুরবাড়ি থেকে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তান কে ফিরিয়ে নিয়ে যেতে। আবারও এদিন অভিযুক্ত তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তান কে ফিরিয়ে আনতে গিয়েছিলো আর অঘটন তখনই ঘটে, ওই মহিলার পরিবার থেকে তাদের জামাইকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে তারা আর সাথে সাথেই দ্বিতীয় পক্ষের শশুরবাড়ির লোকেরা থানায় যোগাযোগ করে। এরপর পুলিশ সেখানে উপস্থিত হয় ও ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

এই ঘটনার অভিযুক্ত প্রসেনজিৎ রায় পুলিশকে জানায় যে ,তিনি প্রথম স্ত্রী নমিতাকে ১১ বছর আগে বিয়ে করেন। প্রথম পক্ষের স্ত্রী নমিতার সাথে তার বিচ্ছেদ হয়ে যায়। আর এরপর তাই দ্বিতীয়বার বিয়ে করেন। যদিও দ্বিতীয়াপক্ষের স্ত্রীয়ের পরিবার প্রসেনজিতের কাছে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে নারাজ। আর এই কারণেই তার দ্বিতীয়াপক্ষের শশুরবাড়ি থেকে তাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। তিনি এও বলেছেন যে তার বিরুদ্ধে কেস করেছে তার এই শশুড়বাড়ির লোকজন। এদিন সন্ধ্যা পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। পরে পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। কোনও অভিযোগ এখনও করা হয়নি আটক যুবকের দ্বিতীয়পক্ষের স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যুবককে অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করতে পারে পুলিশ বলে জানা গিয়েছে।

Related posts

যেখানে ‘সুপার স্প্রেডার’, সেখানেই টিকাকরণ, শহরে চালু ‘ভ্যাকসিনেশন অন হুইল’

News Desk

৪০ বছর বয়সী মহিলারা পুরুষের মধ্যে খোঁজেন এই ৬ টি জিনিস! জানতেন?

News Desk

৪০০ এর গন্ডি টপকালো দেশের Omicron আক্রান্তের সংখ্যা! কেন্দ্র জানালো আশঙ্কার কথা

News Desk