Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রঙের উৎসবের আবহেও ভারতে করোনা সংক্রমণের হারে লাগাম! তাও চিন্তা থাকছেই

এখনও পুরোপুরি চলে যায়নি করোনা। যতই ভারতে করোনা সংক্রমণ নিম্নমুখী থাকুক না কেন, আবারও করোনা মহামারীর রূপ নিতে পারে ভারতে এ ব্যাপারে কেন্দ্র বারবার সতর্ক করছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে বিশেষ করে চীন এবং ইউরোপের দেশ গুলিতে আবারও করোনা সংক্রমণ উর্দ্ধমুখী আর সেকারণেই কেন্দ্রীয় সরকার দেশের রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে। যদিও এতো দুশ্চিন্তার মধ্যেও বেশ অনেকটাই স্বস্তি দিচ্ছে দৈনিক করোনা সংক্রমণ। বিগত কয়েকদিনের মতো এদিনও সংক্রমণ নিম্নমুখী।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন গত ২৪ ঘণ্টায়। যা ১৮ শতাংশ কম আগের দিনের থেকে। অ্যাকটিভ কেসও বেশ ভালোই কমছে । বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দেশে ২৭ হাজার ৮০২ জন। অ্য়াকটিভ কেসের হার ০.০৬ শতাংশে কমে দাঁড়িয়েছে । খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ৭১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২ জনের এখনও পর্যন্ত।

দেশের সুস্থতার হার বেশ স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার ৯২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন এখনও পর্যন্ত। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৩৮৩ জন গত ২৪ ঘণ্টায়। সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৮১ কোটির বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৫ লক্ষ ৮৪ হাজারের বেশি। টেস্টিং ও টিকাকরণ জোরকদমে চলছে। যেমন ৩ লক্ষের ৭০ হাজার ৫১৪ জনের নমুনা গতকাল পরীক্ষা হয়েছে।

যতই ভারতের করোনা পরিস্থিতি ভালোর দিকে থাকুক না কেন, চীনের অবস্থা কিন্তু সত্যিই চিন্তায় ফেলছে মানুষকে। সেখানে একদিনে প্রায় সাড়ে চার হাজার জন আক্রান্ত হয়েছে। প্রায় বছর খানেক পর করোনায় আবারও মৃত্যু হয়েছে। গোটা বিষয়ে খুব চিন্তায় আছে বিশেষজ্ঞ মহল।

Related posts

নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেই! কিন্তু উদ্বেগ সৃষ্টি করছে দেশে মৃতের সংখ্যা

News Desk

বাড়ির গেটের সামনে মদের আসর, তাসখেলা, গালিগালাজ! মানা করতে গিয়ে নিগ্রহিত স্বামী স্ত্রী

News Desk

মাটি থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া! বিষাক্ত গ্যাস কি? এলাকায় চাঞ্চল্য

News Desk