Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব থেকেই নাকি বাড়িতে আগুন! মূল্য চুকাল দু’বছরের শিশু

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বছর দুয়েকের এক শিশুর । অপর দিকে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে তার মা । বুধবার রাতে আগুন লাগে মেদিনীপুর ব্লকের ছেড়ুয়া গ্রামের একটি বাড়িতে। সেই কারণে এই ঘটনা ঘটেছে । কিন্তু কিভাবে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না । সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওই পরিবারের সংসারে অশান্তি দীর্ঘদিন ধরেই চলছে । পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা ঘটেছে কিনা সন্দেহ করা হচ্ছে।

ছেড়ুয়া বাজির গ্রাম হিসেবেই বিখ্যাত। ওই এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই বাজি তৈরি করা হয়। একইরকমভাবে এক বাড়িতে বুধবার দিন আগুন লেগে যায় । সূত্রের খবর, ওই বাড়ির মালিকের নাম শেখ কাশীরুদ্দিন। তাঁর স্ত্রী রুকসানা বিবি এবং তাঁদের দু’বছরের শিশুপুত্র আবদুল মণ্ডল অগ্নিদগ্ধ হয়। মেদিনীপুর মেডিক্যালে রাতেই দুজনকে পাঠানো হয়। আব্দুল এর মৃত্যু হয় বৃহস্পতিবার সকালেই আর তার মা এখন মৃত্যুর সাথে লড়াই করছেন।

কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা হয়েছে আগুন লাগার কারণ । এমনটি ভাবা হচ্ছে যে বাড়িতে বাজি তৈরির জন্য ভারত মজুদ করে রাখা ছিল । শব্দবাজির মজুদ করে রাখা ছিল ওই বাড়িতে। বাড়িতে মজুদ থাকায় বারুদের থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে । যদিও রুকসানার পরিবার থেকে অন্য কথাই জানা যাচ্ছে ।

রুকসানার পরিবারের অভিযোগ , রুকসানার সঙ্গে কাশীরুদ্দিনের সুসম্পর্ক ছিল না । কিছুদিন আগে রুকসানাকে নাকি মারধর করা হয়েছিল। তাই তাঁদের মতে , আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হোক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে জেলা পুলিশ কর্মী, আধিকারিকরা সরেজমিনে খতিয়ে দেখছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

Related posts

ফের দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেলো দেশে , দৈনিক মৃত্যুহার বেড়ে হল ৩৩

News Desk

নিজের শরীরে নিজে কাতুকুতু বা সুড়সুড়ি দিলে লাগে না কেন? হাসি বা অনুভূতি না হওয়ায় কারণ কি?

News Desk

যাদের গলার এই পাশে তিল আছে তারা কি কামুক হয়? জানেন শাস্ত্রে কি বলে?

News Desk