Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বেশ কদিনের রেকর্ড নিম্নমুখী গ্রাফের পর আবারও উর্দ্ধমুখী করোনা সংক্রমণের গ্রাফ

বেশ অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল যে করোনার দৈনিক সংক্রমণ গ্রাফ নিম্নমুখী। কিন্তু আবারও কপালে চিন্তার ভাঁজ ফেলে করোনার দৈনিক সংক্রমণ খানিকটা বাড়লো। বুধবারের দৈনিক সংক্রমণের গ্রাফ সেই কথাই বলছে।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা (Coronavirus)পজিটিভ গত ২৪ ঘণ্টায় ২৮৭৬। মঙ্গলবারও যা ছিল আড়াই হাজারের কাছাকাছি। একদিনের মোট মৃত্যু ৯৮ জনের। যদিও বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৮৪ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৪, ২৪,৫০,০৫৫।

মোট আক্রান্তের তুলনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা মাত্র ০.০৮ শতাংশ, যা অনেকটাই কম। ০.৩৮ শতাংশ পজিটিভিটি রেট। তবে কোভিডের বিরুদ্ধে লড়াই এর মাঝেই আরও জোরদার করতে আজ থেকে দেশে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সি সদস্যদের টিকাকরণ। আপাতত ১২ থেকে বছর ১৪ এর বাচ্চারা ‘কোরবিভ্যাক্স’ টিকা পাচ্ছে। দেশের প্রত্যেক রাজ্যের জেলায় পৌঁছে গেছে এই কোরবিভ্যাক্স। টিকাকরণ শুরু হয়ে গেছে সকাল থেকেই।

কেন্দ্রীয় সরকার এই সপ্তাহের শুরুতেই জানিয়ে দিয়েছিলো , যে এই বুধবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। আর তেমনই এই দিন থেকে টিকাকরণ শুরু হয়ে গেলো। দেশে ১৮০ কোটি ৬০ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ শুরু করেছিল কেন্দ্র জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। দ্রুতগতিতে কাজ এগিয়েছে।

আজ থেকেই পশ্চিমবঙ্গে এই বয়সিদের টিকাকরণ কতটা সম্ভব, তা নিয়ে সংশয়ে স্বাস্থ্যভবন। যদিও স্বাস্থ্য অধিকর্তারা এদিন সকালে জানান, পর্যাপ্ত ভ্যাকসিন এসে পৌঁছেছে। তা পাঠিয়েও দেওয়া হয়েছে জেলায় জেলায়। আবার আরেকাংশের মতে , আজ শুধু প্রশিক্ষণ দেওয়া হবে। আরও অন্তত তিনদিন লাগবে শুরু হতে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গোটা দেশে আপাতত ৫ কোটি ডোজ কোরবিভ্যাক্স পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ৩১ লক্ষ ডোজ পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। যা দিয়ে প্রথম ডোজ শুধুমাত্র দেওয়া সম্ভব বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Related posts

টুইটারের নতুন CEO পরাগ অগরওয়াল কে! শ্রেয়া ঘোষালের সাথে কি সম্পর্ক? ফাঁস হলো পুরনো টুইটে

News Desk

মেয়ের বিয়েতে শাড়ি বা গয়না নয়, উপহারে দেওয়া হয় ২১ টি বিষাক্ত সাপ

News Desk

কিছুতেই স্বামীর গৃহে ফিরবেন না স্ত্রী, শেষে শ্যালিকাকে নিয়েই পালালো স্বামী! তারপর…

News Desk