Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রেমিকার বিয়ের পর দেখা করতে গেছিল প্রাক্তন! চোর মনে করে তাড়া করতেই ঘটল বিপত্তি

পরকীয়ার এ কী পরিণতি! মধ্যরাতে বিবাহিতা প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক। সেই সময়ে তাঁকে চোর মনে করে তাড়া করা হয়। প্রাণ বাঁচাতে চারতলার ছাদ থেকে লাফ দেন তিনি। গুরুতর আহত হয়ে এখন তিনি হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ‘পাগল প্রেমিক’।

এই সময় ডিজিটাল এর এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এক বিবাহিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক। মাঝরাতে ওই মহিলার স্বামীর অনুপস্থিতিতে তিনি দেখা করতে যান তাঁর ওই প্রেমিকার সঙ্গে। কিন্তু চোর মনে করে তাঁকে তাড়া করা হলে তিনি চারতলা থেকে লাফ দেন। নীচে ছিল একটি রড। তা তাঁর শরীরে ঢুকে যায়।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিলেটে। তাঁকে প্রথমে সিলেটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। সেখানের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

জানা গিয়েছে , রবিরার রাতে এই ঘটনা ঘটে সিলেটের এয়ারপোর্ট থানার এলাকার কাকুয়ারপাড়ে। কাকুয়ারপাড়ে একটি চারতলা ফ্ল্যাটে থাকেন ওই ব্যক্তি। সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন ওই মহিলা। তাঁর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে মান্নান নামে ওই ব্যক্তির। রবিবার ওই মহিলার স্বামী ঘরে ছিলেন না। সেই সুযোগ নিয়ে রাত্রি প্রায় সাড়ে ১২টার দিকে ওই মহিলার ঘরে যান মান্নান। সেই সময়ে অন্যরা তাঁকে দেখে চোর মনে করেন। সেই সময়ে তাঁরা চিৎকার শুরু করে দিলে মান্নান ছুটে উঠে যান চারতলার ছাদে। যাতে তাঁকে কেউ ধরতে না পারে সেই জন্য তিনি ঝাঁপ দেন। পুলিশ জানিয়েছে, সেখানের একটি পিলারে রড বেরিয়ে ছিল। ওই রডটি ওই ব্যক্তির শরীরে ঢুকে যায়। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তাঁর।

সিলেটের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, ওই খবর পাওয়ার পরেই তাঁরা ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায় । এখন তিনি আশঙ্কামুক্ত বলেও জানিয়েছে পুলিশ। তবে এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয় নি।

জানুয়ারি মাসেই পরকীয়া প্রেমিককে চারতলা থেকে ধাক্কা দিয়ে খুন করার অভিযোগ ওঠে প্রেমিকার বিরুদ্ধে। ওই ঘটনাটি ঘটে হাওড়ার বাউড়িয়া বুড়িখালি এলাকায়। মৃতের নাম শশীকান্ত মালিক (৩২)। শশীকান্তের স্ত্রী মামনি মালিকের অভিযোগের ভিত্তিতে প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ।

Related posts

করোনা আতঙ্কের মধ্যেই চিনে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু, কতোটা উদ্বেগের?

News Desk

কেন পতিতালয়ের মাটি ছাড়া গড়াই যায় না দুর্গা প্রতিমা? এর আসল কারণ কী

News Desk

এবার রাজনীতির ময়দানে প্রাক্তন অ্যাডাল্ট ফিল্মের নায়িকা! ভোটে দাড়িয়ে কি বললেন তিনি?

News Desk