Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারো বাড়লো দেশের কোভিড গ্রাফ, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু পেরল ২৫০

বেশ কয়েকদিনের মুক্তি মিলেছিলো করোনা থেকে কিন্তু আবার যেন চিন্তার ভাঁজ ধরেছে। নতুন করে আবারও চিন্তায় ফেলেছে দেশের করোনা গ্রাফ। আবারও করোনা গ্রাফ গত দিনের তুলনায় একটু বেশিই আছে। কিন্তু মৃত্যুহার যথেষ্ট বেড়েছে যা চিন্তা আরও বাড়াচ্ছে।

সাম্প্রতিকতম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে যে , দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৪১৯৪ জন, গতদিনের তুলনায় ১০ বেশি। আর করোনা ভাইরাসের (Coronavirus) কারণে একদিনে মৃত্যু দেশের ২৫৫ জন, গত বৃহস্পতিবারও যে সংখ্যাটা ছিল ১০০ এর কাছাকাছি। আর এই মৃত্যুহার দেখে মানুষের আরও দুশ্চিন্তা বাড়ছে।

বেশ কদিন ধরেই দেশের করোনা পরিস্থিতির ধারাবাহিকভাবে উন্নতি চোখে পড়়ছিল। চলতি সপ্তাহেই দৈনিক করোনা সংক্রমণ প্রায় সাড়ে ৩ হাজারে কোটায় নেমেছিল। তবে তা ফের ঊর্ধ্বমুখী গত ২ দিন ধরে। যদিও আক্রান্ত নিয়ে চিন্তা বেশি না হলেও মৃত্যুহার যথেষ্ট চিন্তা হয়। দেশে করোনার বলি হয়েছিলেন ১০৮ জন বৃহস্পতিবার, আর সেই সংখ্যা লাফিয়ে দাঁড়াল ২৫৫-এ শুক্রবার। অতি সাম্প্রতিককালে একদিনে এতজনের মৃত্যু হয়নি করোনায় বলেই মত বিশেষজ্ঞ মহলের।

দেশের করোনা পরিসংখ্যান অনুযায়ী, মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২০৮ জন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৪,২৪,২৬,৩২৮। ৯৮.৭% শতকরা হিসেবে। দেশের মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ৪২,২১৯জন, যা মাত্র ০.১০ শতাংশ মোট আক্রান্তের।

ওমিক্রন দুর্বল হওয়া নয়া স্ট্রেন, দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে কড়া নিয়মবিধি এবং টিকাকরণে (Vaccination) জোর দিয়ে। তবে টিকাকরণে খামতি রাখতে চায় না সরকার সংক্রমণ কমলেও। ১২-১৭ বছর বয়সীদের আরও একটি টিকাতে ছাড়পত্র দিয়েছে বুধবার ডিজিসিএ। জরুরি ব্যাবহারে ছাড়পত্র পেল ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভোভ্যাক্স (Covovax)। দেশে মোট ১৭৯ কোটি ৭২ লক্ষেরও বেশি মানুষ এ নিয়ে ভ্যাকসিন পেয়ে গিয়েছেন।

Related posts

জিৎ এর সাথে “সাথী”তে জুটি বাঁধার কথা ছিল কোয়েলের! সাফ মানা করে দেন বাবা রঞ্জিত মল্লিক

News Desk

স্ত্রীর গায়ে ছুরি চালালেন স্বামী, ঘটলো আশ্চর্য শারীরিক রূপান্তর! বিষয়টা কি? জানুন

News Desk

বয়ফ্রেন্ডের প্রেমিকার হাত থেকে বাঁচতে আরেকজন সঙ্গিনীর অর্ধনগ্ন হয়ে দৌড়! দেখুন ভাইরাল ভিডিও

News Desk