Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পা হড়কে মেট্রোর লাইনে বৃদ্ধ, সামনে ট্রেন! অবিশ্বাস্য ভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই বৃদ্ধের

সামনে দাড়িয়ে যেন মৃত্যু অথচ হঠাৎই যেন ঈশ্বরের দূত ধরাধামে আবির্ভূত হল। একেবারে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছানো বৃদ্ধকে মৃত্যুমুখ থেকে বাঁচিয়ে এনে হিরো হলেন মেট্রোচালক অমল দাস। যেখানে ওই বৃদ্ধর মৃত্যু একেবারে নিশ্চিত সেই অবস্থা থেকে প্রাণে বাঁচিয়েছেন তিনি। যাকে বলে অসম্ভবকে সম্ভব করা। আর তাই মোটরম্যান অমল দাস এই মহৎ কাজের জন্য মেট্রোর  (Kolkata Metro) জেনারেল ম্যানেজার অরুণ অরোরা’র হাত থেকে পুরস্কার পেতে চলেছেন আগামী দিনে। প্রতিবেদন বাংলা সংবাদ মাধ্যম জী ২৪ ঘন্টায় প্রকাশ পেয়েছে।

আসলে সেখানে ঠিক কী ঘটেছিল?

এদিন সকালের দিকে মেট্রো যাত্রীরা একেবারে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকলেন কুঁদঘাট অর্থাত নেতাজি মেট্রো স্টেশনে। তখন সকাল প্রায় ৯:১৫ বাজে । তখন অফিস টাইম চলছে, সকালের দিকে সমস্ত স্টেশনে অফিস যাত্রীদের ভিড়। আর সেই অফিস যাত্রীদের ভিড়ের মধ্যে বছর ৬৯ এর এক বৃদ্ধও ছিলেন। দৃষ্টিশক্তি তেমন প্রখর নয় তার। বেশ অনেক ক্ষণ ধরেই এই বছর ৬৯ এর বৃদ্ধ কুঁদঘাট অর্থাৎ নেতাজি মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। কিন্তু বিপদ কি আর বলে আসেq? বিপত্তি ঘটলো ঠিক তখনই, কখন নিজের অজান্তেই স্টেশণের কিনারে চলে গেছেন তা বুঝতে পারেননি। কিন্তু এরপর যা ঘটলো তা দেখলে আপনিও ভয়ে কাঁপবেন।

স্টেশণের কিনারে পৌঁছে পা পিছলে যায় বৃদ্ধর। সোজা প্ল্যাটফর্ম থেকে তিনি (Kolkata Metro Accident)। এরপর সোজা লাইনের উপর পড়ে যান স্টেশন থেকে, এদিকে ঠিক তখনই স্টেশনে ঢুকছে কবি সুভাষগামী মেট্রো ট্রেন। আর এই ট্রেন ক্রমশ এগিয়ে আসছে। কিন্তু এরপরের গল্পটা অন্যরকম হতেই পারত! কিন্তু ওই মেট্রো রেল চালক অমল দাস । ট্রেন একেবারে দাঁড়িয়ে পড়ল তার নিখুঁত ভাবে করা কন্ট্রোলের কারণে। তারপরই বিচ্ছিন্ন করা হল থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ। দৌড়ে এলেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা।

দেখা যায়, ওই বৃদ্ধ বিদ্যুতবাহী থার্ড লাইন থেকে কিছুটা প্ল্যাটফর্মের দিকে অর্থাত দুটি ট্র্যাক লাইনের ঠিক মধ্যিখানের গর্তে পড়ে আছেন । সাথে সাথেই ওই বৃদ্ধকে উদ্ধার করেছেন তিনি। যাঁর ক্ষিপ্রতা ও  তৎপরতায় এই অসম্ভব সম্ভব হয়েছে, তাঁকে মেট্রো কর্তৃপক্ষ সম্মান জানাবে।

Related posts

‘৫০ হাজার টাকা আনুন..’ ছেলের মৃতদেহের জন্য রাস্তার লোকের কাছে হাত পাতছে বাবা মা

News Desk

অপরাধীর সাথে নামের মিল থাকায় বিপাকে! খুনের দায়ে জেলে পৌঁছলেন বৃদ্ধ, তারপর…

News Desk

OMG! কুকুর ছানাদের নিজের দুধ খাওয়াচ্ছে গরু! ভিডিওর বাস্তবতা জানলে অবাক হবেন!

News Desk