Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

“আমাদের সাথে চলুন!” পুলিশ ভেবে গাড়ীতে উঠে বিধাননগরে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

ট্রেন ধরবে বলে সন্ধ্যাবেলা বিধাননগর স্টেশনে অপেক্ষা করছিলেন ব্যবসায়ী। হঠাৎই হাজির পুলিশের পরিচয়ে কয়েকজন। তারা বললেন সাথে যেতে, পুলিশ বিশ্বাস করে তাদের সাথে গেলেনও ব্যাক্তি। যার কারণে ভর সন্ধ্যাবেলা সর্বস্ব খোয়ালেন সেই ব্যবসায়ী। ভুয়ো পুলিশের ‘ফাঁদে’ পড়ে হল ‘ছিনতাই’। থানায় নিয়ে যাওয়ার কথা বলে ব্যবসায়ীকে ঘোরানোর অভিযোগ। অভিনব এই ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত পুলিশ নিজেও।

ঠিক কি হয়েছিল? বিধাননগর স্টেশনে জসিডির বাসিন্দা পেশায় ব্যবসায়ী শ্যামসুন্দর বাবু দেওঘর যাবার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন। তার সাথে যে ব্যাগ ছিল তার মধ্যে ৩০ গ্রাম সোনা আর প্রায় ২০ কেজি রুপো ছিল। তার অভিযোগ, চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি স্টেশন চত্বরে তাঁকে ঘিরে ধরে প্রায় পৌনে ছ’টা নাগাদ। ৪ জনই হালকা নীল রঙের পোশাক পরিহিত ছিল। তাকে ওই ৪জন নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিলো। এমনকি প্রমান হিসেবে তারা পুলিসের কার্ডও দেখায়। তারপর শ্যামসুন্দর বাবুকে তাফের সাথে থানায় যেতে হবে বলে জোর করে। তাদের কথায় বিশ্বাস করে তাদের সাথে স্টেশন থেকে বেরিয়ে এক প্রাইভেট গাড়িতে ওঠেন তিনি। গাড়িতে ওঠার পরই তাকে দমদম নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, তিনজন তাঁর থেকে ব্যাগটা নিয়ে থানায় যাচ্ছে বলে নেমে যায়। অপরজন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে নিয়ে বাইকে তুলে ঘুরতে থাকে। বলা হয়, ” আমার সঙ্গে থাকুন আপনি। সেটেলমেন্ট করছে ওরা।” এরপর ওই ব্যক্তি দমদম সেন্ট্রাল জেলের কাছে ব্যবসায়ীকে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। তখনই তাঁর ব্যাগ ছিনতাই হয়েছে বলে শ্যামসুন্দরবাবু বুঝতে পারেন।

শ্যামসুন্দর বাবুর যে বাইকটিতে চড়েছিলেন সেই বাইকের নম্বরটি (WB07F4302) তার ভালো মনে ছিল। তিনি সবটা বুঝে সাথে সাথেই দমদম থানায় যান। তাঁকে বিধাননগর জিআরপি’তে পাঠানো হয় সেখান থেকে। এরপরতাঁকে শিয়ালদহ জিআরপি’র কাছে পাঠানো হয় সেখান থেকে । ওই ব্যবসায়ীর অভিযোগ, প্রথমে অভিযোগ না করার পরামর্শ দেয় পুলিস। এরপর তাঁকে অভিযোগপত্রে লিখতে বলে ২০ কেজির বদলে ১০ কেজি রুপোর কথা। ওই ব্যবসায়ী বলেন, ” লিখে দিয়েছিলাম যেমনটা ওরা বলল। কোনও কালো টাকা ওটা নয়। প্রত্যেকটির সব কাগজ  ছিল।”

Related posts

‘আমায় ফাঁসানো হয়েছে’, গ্রেফতারের সময় চেঁচিয়ে চেঁচিয়ে আর কি বললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা!

News Desk

শতাধিক মানুষকে ঠকিয়েছে যৌনতার প্রলোভন দেখিয়ে! দুই ভাইয়ের কীর্তি শুনলে অবাক হবেন

News Desk

বিয়ের সময় সাত পাকের বদলে আট পাক নিলেন এই IAS অফিসার! করলেন এক অদ্ভুত শপথ

News Desk