Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ ও মৃত্যুহার,দৈনিক করোনা সংক্রমণ দশ হাজারের নীচে

দেশে ফেব্রুয়ারীর মাঝামাঝি থেকেই করোনা সংক্রমণ নিম্নমুখী থেকেছে। যদি মাঝে মাঝে মৃত্যুহার কম বেশি হয়েছে কিন্তু এই সপ্তাহের প্রথম দিন সোমবার ভারতের কোভিড চিত্রটা একটু অন্যরকম করোনা থেকে মিলল বড়সড় স্বস্তি। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমে দাঁড়ালো ১০ হাজারেরও নীচে। সাথে পাল্লা দিয়ে কমলো মৃত্যুহারও। স্বাস্থ্যমন্ত্রক সাম্প্রতিক যে রিপোর্ট করেছে তা অনুযায়ী, নতুন করে করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা এদেশে ৮০১৩ জন। যদিও আগের দিন অর্থাৎ রবিবার সেই সংখ্যাটা কিন্তু ছিল ১০০০০ এর বেশি। দেশে করোনায় একদিনে মরোত্যু হয়েছে ১১৯ জনের , যদিও রবিবার তা ছিল ২৫০ এর কাছাকাছি। সংক্রমণ এবং মৃত্যু দুদিকেই কমেছে গত একদিনে।

স্বাস্থ্যমন্ত্রকের যে সাম্প্রতিক বুলেটিন পাওয়া গেছে তা অনুযায়ী, দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,৭৬৫ জন গত ২৪ঘণ্টায়। মোট সুস্থ রোগীর সংখ্যা এনিয়ে ৪ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৬৮৬। অনেকটাই অ্যাকটিভ কেস নেমেছে। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রোগীর (Active cases) সংখ্যা দেশে ১,০২,৬০১। যা ০.২৪ শতাংশ শতকরা হিসেবে। ১.১১ শতাংশ পজিটিভিটি রেট। যা বেশ কম বলেই বোঝা গিয়েছে গত সপ্তাহের তুলনায় পরিসংখ্যানের তুলনামূলক বিচারে।

ভারতে করোনা সংক্রমণ রুখতে যেভাবে জোরদার করা হয়েছে টিকাকরণ যে এরমধ্যেই টিকাকরণ হয়ে গিয়েছে ১৭৭ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষের। আবার এরমধ্যে আরও একটি টিকা ছাড়পত্র পেয়েছে ছোটদের টিকাকরণের জন্য। এছাড়া বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বয়স্কদের। পাশাপাশি, একাধিক ছাড় দিয়েও কোভিড নিষেধাজ্ঞা বিভিন্ন রাজ্যে জারি থাকায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হয়ে উঠছে। যদিও এবার করোনার তৃতীয় ঢেউ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশ। আর সেজন্যই দেশের বিভিন্ন প্রান্তে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই খোলা হয়েছে স্কুল, কলেজ।

Related posts

এবারে খোলা বাজারে পাওয়া যাবে কোভিশিল্ড আর কোভ্যাক্সিন! কত দাম হতে পারে, জেনে নিন

News Desk

যে যুদ্ধ শেষ হতে লেগেছিল মাত্র ৩৮ মিনিট! জানেন ইতিহাসের সব চেয়ে ছোট যুদ্ধের কাহিনী?

News Desk

মানুষের জিভে গজাচ্ছে ‘কালো রোম’! অদ্ভুত ধরনের রোগে তাজ্জব চিকিৎসকরাও

News Desk