Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পাঁচ বছর তালা বন্ধ বাড়ীর থেকে বেরোচ্ছিল পচা গন্ধ! খুজেঁ দেখতেই চোখে পড়ে হারহিম করা দৃশ্য

পাঁচ বছর বন্ধ ছিল ঘর। পাঁচ বছর বাদে বাড়িতে আসেন বাড়ির সদস্যরা। বন্ধ ঘরের দরজা খুলতেই ভ্যাপসা গন্ধ নাকে আসে। নিছকই বহুদিন ঘর বন্ধ ছিল তাই হয়ত আসছে এমন গন্ধ ভাবলেন তারা। কিন্তু যতই সময় গড়ায় ততই নাকে বেশী আসতে থাকে বিভৎস পচা গন্ধ। উঠোনের এক জায়গায় নজর পড়তেই সন্দেহ হয় তাদের। সেই জায়গা খুড়তেই বেরিয়ে আসে হারহিম করা বস্তু। দেখা যায় পোঁতা আছে নরকঙ্কাল।

ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায়। সেখানকার মীরনগর গ্রামের একটি বাড়িতে পুরুষ কঙ্কাল পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কঙ্কাল দেখতে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পিএমসিএইচ পাটনায় পাঠায়।

এ প্রসঙ্গে এসএইচও বিবেক রাজ জানান, এক ব্যক্তি নিরো মাঞ্জির বাড়ির উঠান থেকে একটি পুরুষ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সেই বাড়ির সকল সদস্য গত বেশ কিছু বছর দিল্লিতে বসবাস করে লেবারের কাজ করত। বাড়িটি তালাবদ্ধ ছিল। তিনি জানান, ৫ বছর পর শনিবার পরিবারের সকলে গ্রামে আসেন। ৫ বছর পর শনিবার পরিবারের সবাই গ্রামের বাড়িতে আসার পরই সেখানে দুর্গন্ধ ছড়াতে থাকে। এমতাবস্থায় তারা উঠানের জমি খুঁড়লে সেখান থেকে একটি পচাগলা পুরুষ কঙ্কাল পান। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি তদন্তে পাঠায়। এখন ফরেনসিক পরীক্ষার পরই জানা যাবে এটি কার কঙ্কাল? যাইহোক, পুলিশ অন্যান্য দিক গুলিও খতিয়ে দেখে তদন্ত করছে।

প্রসঙ্গত এখানে জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের নয়ডায় গত বছর এমনই একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে গৌতম বুদ্ধ নগরের (নয়ডা) একটি খালি বাড়িতে পাওয়া গিয়েছিল একটি মানব কঙ্কাল। ঘটনাটি নয়ডার 20 থানার সেক্টর-26-এ অবস্থিত একটি নির্মাণাধীন বাড়ির। বাড়িওয়ালার পরিচিত এক ব্যক্তি ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে মানব কঙ্কাল দেখতে পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন ও সেখানে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

Related posts

আপনার যৌন জীবন হবে আকর্ষণীয়! মেনে চলুন এই ৫টি টিপস এবং কৌশল

News Desk

স্ত্রীকে নিয়ে বিকৃত যৌনতার ইচ্ছা পূরণ স্বামী বন্ধুকে নিয়ে করল ভয়ানক প্ল্যান! ফল হল মারাত্মক

News Desk

প্রায় এক বছর না খেয়ে রীতিমত কঙ্কালসার অবস্থা এই ব্যাক্তির, নেপথ্যে ৫.৫ কেজি ওজনের টিউমার!

News Desk