Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

লাভ ম্যারেজের পরও চলত এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কথা! সহ্য না করতে পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালো স্বামী

স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন খুব একটা সুখকর বিষয় নয়। এটি যেকোনো দম্পতির মধ্যেই বয়ে আনে অশান্তি। কিন্তু ভালোবেসে নিজে পছন্দ করে বিয়ে করে তারপর তৃতীয় ব্যাক্তিকে সম্পর্কে নিয়ে আসা সেই ভাবে শোনা যায় না। কিন্তু ঠিক এমনি এক ঘটনা ঘটলো বিহারে। যেখানে ভালোবেসে এক ব্যাক্তি কে বিয়ের পরও চলত নিজের প্রাক্তন প্রেমিকের সাথে কথা। সেই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হয় বিবাদ ও। কিন্তু এর পরিণতি হয় ভয়ানক।

বিহারের মুঙ্গেরে স্ত্রীর এমন অবৈধ সম্পর্কের কারণে স্বামী এমন কিছু করেছেন যা আপনাকে হতবাক করে দেবে। জানা গেছে রাগে স্ত্রীর প্রেমিকের হাত-পা বেঁধে গলা কেটে ফেলেন স্বামী। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ২৪ ফেব্রুয়ারির। কিছুক্ষণ বাদে লোকজন সেই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।ধারহারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত যুবককে প্রাথমিক চিকিৎসার পর পাটনায় রেফার করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

সদরের ডিএসপি নন্দজি প্রসাদের মতে, সজন নামে এক ব্যক্তি যখন জানতে পারেন যে তার স্ত্রী রূপেশ নামের একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে চলেছেন, তখন তিনি ভয়ানক রেগে যান। রাগে রুপেশকে হত্যার পরিকল্পনা করে সে। সে তার ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে রুপেশকে আমঝোর পাহাড়ে ডাকে।

রূপেশ সেখানে পৌঁছতেই হাত-পা বেঁধে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে অভিযুক্তরা। এরপর অভিযুক্ত দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভাগ্যক্রমে, রূপেশ পাহাড় থেকে নেমে আসার সাথে সাথে লোকজন তাকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত রূপেশ কিছু বলতে পারছিলেন না। তাই কাগজে সাজন ও সাগরের নাম লিখে পুরো ঘটনা বর্ণনা করেন তিনি। পরে পুলিশ দুই ভাইকে আটক করে। জানা গেছে দুই ভাই তাদের অপরাধ স্বীকার করেছেন। অভিযুক্ত স্বামী জানিয়েছেন, তিনি তার স্ত্রীর সাথে প্রেম করে বিয়ে করেছেন। তবুও তার স্ত্রী তার প্রাক্তন প্রেমিক রূপেশের সাথে কথা বলত এবং তার সাথেও তার অবৈধ সম্পর্ক ছিল। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে।

Related posts

দেশে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুতেই কমছে না, গত ২৪ ঘন্টায় ৪,১২৯ জন নতুন কেস

News Desk

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে আনন্দ করতে গঙ্গায় স্নান! আচমকাই ঘটে গেল মর্মান্তিক ঘটনা

News Desk

নবপত্রিকা বা কলাবউ স্নানের পরই শুরু হয় সপ্তমীর পুজো! কলাবউ এর আসল পরিচয় কী?

News Desk