Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যৌনতায় আগ্রহী নয় স্বামী! সেক্স করতে চাইলে বলেন… অদ্ভুত অভিযোগ নিয়ে থানায় গেলেন মহিলা

এক মহিলা তাঁর বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে সেক্স না করতে পারার কারনে অভিযোগ জানালেন থানায়। স্বামীর বিরুদ্ধে এমন অভিনব অভিযোগের ঘটনাটি গুজরাতের আহমেদাবাদের (Wife Asks for Rs of Sex in Marriage Life)।

স্বামী-স্ত্রীর মধ্যে যৌন মিলন সাধারণ ঘটনা, কিন্তু গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad Gujarat) একটি ভিন্ন ঘটনা সামনে এসেছে, জানা যাচ্ছে যে এক মহিলা তার স্বামীর কাছে বিবাহের পরে যৌনতার দাবি করলে পরিস্থিতি জটিল হয়। তার স্বামী কোনমতেই তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে চাননি। উল্টে মহিলাকে শিকার হতে হচ্ছে নানা কটূক্তির। দিনের-পর-দিন এমনটা চলতে থাকায় অবশেষে মহিলা দ্বারস্থ হয়েছে আইনের।

মহিলা সবরমতী থানায় (Sabarmati Police Station) তাঁর দায়ের করা অভিযোগে জানিয়েছেন যে তিনি গত বছরের ফেব্রুয়ারি মাসে ভদোদরার নিবাসী এক ব্যক্তিকে বিয়ে করেন। আরো জানিয়েছেন ম্যাট্রিমনি ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে তার স্বামীর বিয়ের সম্বন্ধ ঠিক হয়। কিন্তু বিয়ের পর তার ও তার স্বামীর মধ্যে কোন শারীরিক সম্পর্ক হয় না। শ্বশুরবাড়ি পরিজনেরা তার পুত্র সন্তানের জন্য চাপ সৃষ্টি করেছে। এমনকি যাতে এক বছরের মধ্যেই সেই ছেলে সন্তান আসে সেই জন্য মহিলার উপর অনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। অথচ মহিলার সাথে তার স্বামী যৌন সম্পর্কে লিপ্ত হয় না। তিনি জিজ্ঞেস করলেও স্বামী রাজি হন না। মহিলা তার অভিযোগে আরও জানিয়েছেন শারীরিক সম্পর্ক করতে রাজি না হলেও স্বামী রাতে নানা আজব ধরনের পোশাক-আশাক পরে। যখনই ওই মহিলার স্বামীকে সেক্স করার জন্য বলেছেন তখনই উত্তরে তার স্বামী বলেছেন মহিলা নাকি পুরুষালি দেখতে লাগে। যৌন মিলনের কথা ধরলেই তার উপরে চলেছে অকথ্য অত্যাচার। এমন কি হয়েছে শারীরিক নিগ্রহ ও।

ওই মহিলা তারা অভিযোগে বলেন, তাঁর স্বামী তাঁকে বলেছেন আইভিএফ পদ্ধতির মাধ্যমে গর্ভবতী হ’য়ে সন্তানের জন্ম দিতে। রাজি না হলে তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। মহিলা আইভিএফের মাধ্যমে মা হতে না চাইলে শেষ অবধি তাঁকে শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়া হয়। সেই কারণে ২০২১ সালের মার্চ মাস থেকে তার বাবা মায়ের সাথে বসবাস করছেন। কিন্তু তাদের বিচ্ছেদ এখনো হয়নি। তাই পাকাপাকিভাবে এই সম্পর্ক মিটিয়ে বাবা-মার কাছে চলে যেতে ওই মহিলা ২৫ লাখ টাকা খোরপোষ চেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন।

Related posts

নিজের ডেথ সার্টিফিকেট নিজেই নিতে কালেক্টরের অফিসে গেলেন মহিলা! তারপর..

News Desk

সঙ্গমের আওয়াজে বিরক্তি, চিঠি লিখে অনুরোধ প্রতিবেশীর

News Desk

গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুলের মেয়েদের বিদ্যালয়। নিহত অন্তত ৫৫, আহত ১৫০ এরও বেশী।

News Desk