Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সুস্থ হচ্ছে বাংলা, একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ

করোনা গ্রাফ একবারে অনেকটাই নিম্নমুখী হয়ে গেছে। দৈনিক করোনা সংক্রমণের সাথে সাথে নিশ্চিন্ত করলো মৃত্যুহারও, যেটা নিয়ে চিন্তা ছিল সব থেকে বেশি। করোনা পজিটিভ হওয়ার সংখ্যাও কমলো।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা অনেকটাই কম বৃহস্পতিবারের তুলনায়। উত্তর ২৪ পরগনা জেলা দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে। একদিনে সেখানে আক্রান্ত ৪১ জন। কলকাতা তার ঠিক পরের স্থানেই রয়েছে। একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন মহানগরীর ৩৮ জন। একদিনে সবচেয়ে বেশি উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়িতে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। একদিনে ২৩ জন সেখানে কোভিড সংক্রমিত। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১২ হাজার ৭৯৪ জন তার ফলে কোভিড আক্রান্ত হয়েছেন। কমে দাঁড়াল ৭ হাজার ৭৩৬ জন অ্যাকটিভ কেস (Active Case)।

গত ২৪ ঘণ্টায় কমেছে বেশ কিছুটা করোনায় প্রাণহানির সংখ্যাও। মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১০৭ জনের প্রাণ কেড়েছে করোনা। সুস্থতাও স্বস্তি জোগাচ্ছে। করোনাকে হারিয়েছেন ১ হাজার ৩৪৬ জন গত ২৪ ঘণ্টায়। এখনও পর্যন্ত কোভিডজয়ীর সংখ্যা তার ফলে বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮৩ হাজার ৯৫১ জন। ৯৮.৫৭ শতাংশ সুস্থতার হার।

আক্রান্তদের তড়িঘড়ি চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত চিকিৎসকদের করোনা সংক্রমণ ঠেকাতে। তাই নমুনা পরীক্ষার পরামর্শ দেন তাঁরা সামান্য উপসর্গ দেখা দিলেই। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছেন ৩৫ হাজার ৫৮৩টি। মোট ২ কোটি ৩৯ লক্ষ ২৮ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা হয়েছে এখনও পর্যন্ত। পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে।

টিকাকরণ ভাইরাস নিধনের ব্রহ্মাস্ত্র (Vaccination)। ২ লক্ষ ৭১ হাজার ৮৭০ জন একদিনে ভ্যাকসিন নিয়েছেন। ২১ হাজার ৫৮৭ জন প্রথম ডোজ পেয়েছেন এবং বাকি ২ লক্ষ ৩০ হাজার ৬৫৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। করোনা সংক্রমণ কমলেও সাবধানতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের।

Related posts

এক বান্ধবী প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় একসঙ্গে আত্মহত্যার চেষ্টা ৬ জনের! ঘটনায় চাঞ্চল্য

News Desk

ইউনিফর্ম পরনে সোশ্যাল মিডিয়াতে ছবি! ভুয়ো IAS, CBI এর পর নজরে ভুয়ো মহিলা ‘ট্রাফিক সার্জেন্ট’

News Desk

ফিল্মি কায়দায় বিয়েকে স্মরণীয় করতে নিজেদের গায়ে আগুন দিলেন বর ও কনে! তারপর

News Desk