Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মর্মান্তিক! ছেলের বল কুড়িয়ে আনতে গিয়ে ছেলের চোখের সামনেই গঙ্গায় তলিয়ে গেলেন বাবা

বাবা ছেলের সাথে গঙ্গার ধারে গিয়েছিলেন ছেলেকে নিয়ে খেলতে। খেলতে খেলতেই ঘটলো দুর্ঘটনা। বল গঙ্গায় গিয়ে পরে আর সেটি আনতে সাঁতরে গিয়ে আর বাবা তীরে ফিরতে পারলেন না। গঙ্গায় তলিয়ে গেলেন। ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর এখনও হদিশ মেলেনি। গঙ্গাবক্ষে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই ব্যক্তির খোঁজে। ওনাদের সাথে রয়েছে পুলিশও।

বৃহস্পতিবার দুপুরে ঘটনার সূত্রপাত। ছেলেকে নিয়ে তেলেনিপাড়ায় গঙ্গার পাড়ে ওইদিন বিকেলের দিকে গিয়েছিলেন মেহেদি হাসান। জানা গিয়েছে, মেহেদি হাসান ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া রোডে থাকেন। তার ৪২ বছর বয়স। জানা গিয়েছে, ছেলের সঙ্গে বল খেলছিলেন তিনি নদীর পাড়ে। আচমকা বলটি গঙ্গায় পড়ে যায়। সেটি তুলতে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন মেহেদি হাসান। বলটি ধরে ফেললেও তিনি পাড়ে ফিরতে পারেননি। ভারসাম্য রাখতে পারেননি তীব্র স্রোতে। ভেসে যেতে থাকেন স্রোতের টানে। গঙ্গার ঘূর্ণি স্রোতে তালিয়ে যান বাবা ছেলের চিৎকারের মাঝেই। ঘটনায় এলাকায় শোকের ছায়া। স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

ভদ্রেশ্বর থানায় এরপরই খবর দেওয়া হয়। পুলিশ তল্লাশির কাজ করে প্রাথমিকভাবে। বিপর্যয় মোকাবিলা বাহিনীতে খবর দেওয়া হয়। গঙ্গায় তল্লাশি চালানো হয় বৃহস্পতিবার রাতেই। কিন্তু মেহেদি হাসানের হদিশ মেলেনি। নদীবক্ষে তল্লাশি অভিযান শুরু হয়। নামানো হয় স্পিড বোড ও ডুবুরি। তবে খোঁজ মেলেনি মেহেদির। শুক্রবার সকালেও শেষ পাওয়া খবর অনুযায়ী তল্লাশি অভিযান চলে, এখনও সন্ধান মেলেনি মেহেদি হাসানের।

Related posts

অতিরিক্ত হট হতে গিয়ে বিপত্তি! প্রকাশ্যে শার্টের চেন খুলে লকআপে যেতে হলো এই অভিনেত্রীকে!

News Desk

আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ , সূর্যাস্তের ঠিক আগে ভারতের এই জায়গাগুলি থেকে দেখা যাবে

News Desk

কর্মহীন যুবকদের স্বনির্ভর করতে কেন্দ্রীয় সরকারী প্রকল্প! মিলতে পারে ১০ থেকে ২৫ লক্ষ্য পর্যন্ত ঋণ

News Desk